নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে কেন্দ্র করে মেসে মেসে বিরিয়ানির প্যাকেট বিতরণের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীর বিরুদ্ধে। বুধবার রাত ৮টা ও পরে দিবাগত রাত ১১টায় কাজলার বিভিন্ন মেসে এসব খাবার বিতরণ করেন তারা। সঙ্গে ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থীদের ছবি ও ব্যালট নম্বরসহ একটি টোকেন দেওয়া হয়।
মেসের শিক্ষার্থীরা জানান, বুধবার সকালেই সবাইকে ছাত্রদল মনোনীত প্যানেলের জন্য দোয়া ও রাতে খাবারের কথা জানিয়ে যায় তারা। এছাড়া কাজলায় অবস্থিত জমজম মেসেও মেস ম্যানেজার সবাইকে খাবার নেওয়ার জন্য কয়েকবার দাওয়াত দিয়ে যান।
কাজলার জমজম মেসে অবস্থানরত কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের মেস মালিক বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং তিনিসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরাই এ আয়োজন করেছেন বলে জানান তারা।,
নাম প্রকাশে অনিচ্ছুক প্রথম বর্ষের এক শিক্ষার্থী বলেন, সকালেই সবাইকে জানানো হয় যে রাতে স্থানীয় ছাত্রদলের পক্ষ থেকে রাবিয়ানদের জন্য ডিনারের আয়োজন করা হবে। পরে রাতে নির্ধারিত সময়ের কিছুটা দেরিতে রুমে এসে খাবারের প্যাকেট পৌঁছে দেওয়া হয় এবং সঙ্গে ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থীদের ছবি ও ব্যালট নম্বরসহ একটি টোকেন দেওয়া হয়।
জমজম মেসের ম্যানেজার পলাশকে ফোন দিলে অন্যজন ধরে বলেন, এ বিষয়ে তিনি কিছু বলতে চান না। পরে জানান, “বাবা, ওসব ছবি-ভিডিও দিও না, ঝামেলা হয় পরে।”
এ বিষয়ে জানতে স্থানীয় বিএনপির কেউ বক্তব্য দিতে রাজি হননি। তবে ছাত্রদলের এক ওয়ার্ড সভাপতি বলেন, “আমরা তো দোয়া চাইতে খাবার দিয়েছি, এটা তো তেমন কোনো সমস্যা না।”
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.