
রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: রাউজান নোয়াপাড়ায় পুকুরে ডুবে দেবরাজ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নোয়াপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বানেশ্বর মহাজন বাড়ি সংলগ্ন এক পুকুরে এই ঘটনা ঘটে।
নিহত দেবরাজ নগরীর টাইগার পাস এলাকার পলাশ দাশের ছেলে। স্থানীয়দের সাথে কথা বলে জানান যায়, দেবরাজের মামা রনি চৌধুরী বিদেশ যাবেন ,তাই মামাকে বিদায় দিতে তার মায়ের সাথে মামার বাড়িতে বেড়াতে আসেন দেবরাজ। কিন্তু মামাকে বিদায় দিতে এসে নিজেই বিদায় নিলেন।ঘটনার দিন মামা রনি চৌধুরীর সাথে পুকুরে যায় শিশু দেবরাজ। এসময় তাকে পুকুরের ঘাটে রেখে তার মামা গোসল করতে পুকুরে ডুব দেন। উঠে দেখেন শিশু দেবরাজ ঘাটের মধ্যে নেই। খোঁজাখোঁজির এক পর্যায়ে তার নিথর দেহ পুকুরে ভেসে ওঠে। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।