রাইসির মৃত্যুর খবরে বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং অন্য কর্মকর্তা নিহত হয়েছেন। অপর দিকে সৌদি আরবের বাদশাহ সালমানও অসুস্থ হয়ে পড়েছেন। এ কারণে তাঁর জাপান সফর বাতিলের খবরও জানিয়েছেন দেশটির যুবরাজ।

এ অবস্থায় মধ্যপ্রাচ্যের শীর্ষ তেল উৎপাদক দেশ দুটিতে রাজনৈতিক অনিশ্চয়তার আশঙ্কা করা হচ্ছে। এতে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড অনুযায়ী, আজ সোমবার সকালে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৪১ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ বেড়েছে। বর্তমানে ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম ৮৪ দশমিক ৩৯ ডলার।

অন্যদিকে আমেরিকান বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটও (ডব্লিউটিআই) একই সময়ে ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ৮১ ডলারে লেনদেন করেছে। যা আগের সেশন ছিল ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ৫৮ ডলার। অর্থাৎ আগের তুলনায় দাম বেড়েছে শূন্য দশমিক ২৯ শতাংশ।

ওপেকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ইরানে প্রতিদিন ৩০ লাখ ব্যারেলের বেশি তেল উৎপাদিত হয়।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তাঁর বাবা বাদশাহ সালমানের অসুস্থতার কারণে রাষ্ট্রীয় জাপান সফর স্থগিত করেছেন। আজ থেকে সফরটি শুরু হওয়ার কথা ছিল বলে জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি জানিয়েছেন। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা গতকাল রোববার জানিয়েছে, ৮৮ বছর বয়সী বাদশাহ সালমানের ফুসফুসের চিকিৎসা করানো হবে।

আইজি মার্কেটস বিশ্লেষক টনি সাইকামোর বলেন, ‘বাদশাহর স্বাস্থ্য সমস্যার সঙ্গে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর খবর তেলের বাজারে অনিশ্চয়তা যোগ করেছে। তেলের মূল্য আরও বাড়তে পারে। আমি মনে করি, এমন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। গত সপ্তাহে চীনের ঘোষণাও এখানে একটি ফ্যাক্টর হিসেবে কাজ করেছে।’

আইএনজি গ্রুপের পণ্য কৌশলের প্রধান ওয়ারেন প্যাটারসন বলেন, তেলের বাজার মূলত সীমাবদ্ধ থাকে। এই সীমা থেকে বের হওয়ার জন্য আমাদের সম্ভত ওপেক প্লাস নীতির জন্য অপেক্ষা করতে হবে।’

পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলো সংস্থা ও মিত্রদের গ্রুপ ওপেক প্লাস আগামী ১ জুন বৈঠকে বসবে।

এর আগে, গতকাল ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রীসহ সব আরোহী নিহত হয়েছেন বলে আজ নিশ্চিত হওয়া যায়।

রেড ক্রিসেন্ট প্রধান পীর হোসেইন কুলিভান্দ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘আমরা শহীদদের মরদেহ ইরানের উত্তর-পশ্চিমে তাবরিজে স্থানান্তর করার প্রক্রিয়ার মধ্যে রয়েছি। তল্লাশি অভিযান শেষ হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গুলশানে ভবন থেকে পড়ে স্পেন দূতাবাস কর্মকর্তার মৃত্যু’

ঠিকানা টিভি ডট প্রেস: রাজধানীর গুলশানের ১০৩ নম্বর রোডে একটি ভবনের ছাদ থেকে পড়ে ইসমাইল গিল সেরানো নামে স্পেন দূতাবাসের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। পুলিশের

ভারতকে রুখে দিতে ইমরান খানের মুক্তি জরুরি: পিটিআই সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক: একদিকে ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধের আশঙ্কা, অন্যদিকে পাকিস্তানের অভ্যন্তরে জাতীয় ঐক্যের তীব্র প্রয়োজন। এমন সময় কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি নিয়েও শুরু

টাকার বিনিময় রেল কেটে ক্ষমতায় যাওয়া যায় না ,রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম 

একে আজাদ রাজবাড়ীঃ রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম বলেন, মানুষ হত্যা করে রাজনৈতিক ফায়দা লুটা যায় না।টাকার বিনিময়ে রেল কেটে ক্ষমতায় যাওয়া যায় না।ক্ষমতায় যেতে হলে

মা-বাবার আয় বন্ধ, ঋণ চেয়ে খোলা চিঠি ঢাবি ছাত্রের

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় মেরিট পজিশন ছিল ওপরের দিকে। চান্স পাওয়ার পর মাকে বলতেন, ‘আম্মু, আমি ঢাকাই যাই, তোমাকে আর মাঠে যেতে

শেখ হাসিনাই এখন আওয়ামী লীগের প্রাণভোমরা

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৩ জুন আওয়ামী লীগ ৭৫ বছর পূর্ণ করতে যাচ্ছে। ৭৫ বছরেও এই রাজনৈতিক দলটি সবুজ, তারুণ্যে উদ্দীপ্ত এবং অত্যন্ত শক্তিশালী একটি রাজনৈতিক

বেলকুচিতে কৃষকের ঘরে আগুন, ১ গরু ও আসবাবপত্র পুড়ে ছাই

উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে এক কৃষকের গোয়াল ঘরে আগুন লেগে একটি গাভি গরু ও ঘর পুড়ে ছাই হয়েছে। এ সময় একটি বাছুর অগ্নিদগ্ধ