আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগরের দেশ কাতার রমজানকে সামনে রেখে ৯০০টিরও বেশি পণ্যের দাম কমিয়েছে।
মঙ্গলবার (০৫ মার্চ) দ্য পেনিনসুলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় রমজানকে সামনে রেখে নতুন উদ্যোগ নিয়েছে। তারা রমজানের জন্য ৯০০টিরও বেশি পণ্যের দাম কমিয়েছে।
৪ মার্চ থেকে দেশটিতে পণ্যের এই দর কার্যকর করা হয়েছে। এটি রমজানের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে।
দাম কমানো এসব পণ্যের মধ্যে রয়েছে, দুধ, দই এবং দুগ্ধজাত পণ্য, টিস্যু পেপার, পরিচ্ছন্নতা সামগ্রী, রান্না এবং তেল ও ঘি, পনির, হিমায়িত সবজি, বাদাম, পানীয় খাবার জুস, মধু, তাজা মুরগি, রুটি, টিনজাত খাবার, পাস্তা, ভার্মিসেলি এবং রাবি গোলাপ জল।
মন্ত্রণালয় জানিয়েছে, খাদ্য ও ভোগ্যপণ্যের দোম বেড়ে যাওয়ায় পবিত্র রমজান মাসে এগুলো মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.