নিজস্ব প্রতিবেদক: আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।,
শনিবার বিকেলে বরিশালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচন আগামী রমজানের আগে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। নির্বাচন করার জন্য দুমাস আগে তফশিল ঘোষণা করা প্রয়োজন। সে লক্ষ্য নিয়ে নির্বাচন কমিশন ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। তিনি বলেন, ‘বিগত দিনে যে নির্বাচন হয়েছে, তেমন নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এ নির্বাচন হবে সম্পূর্ণ আলাদা।’
এ সময় তিনি স্পষ্ট করে বলেন, এনসিপিকে শাপলা প্রতীক দেয়ার কোনো সুযোগ নেই। ‘আমাদের আইন ও নীতিমালা অনুযায়ী শাপলা প্রতীক নেই।’
নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি জানান, সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তবে তাদের সমর্থকরা ভোট দিতে পারবেন।
এই মতবিনিময় সভা বরিশাল সার্কিট হাউসের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার। সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওসার।,
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.