রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার ৬০ লাখ টাকা লোপাটের অভিযোগ।

আমিনুল হক,শাহজাদপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে ২০১৫ সালের ৮ মে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবিগুরুর নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।২০১৮ সালের ১৭ এপ্রিল ১০৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টি। তবে আজ পর্যন্ত স্থানীয় দুটি কলেজ ভবন এবং একটি ভাড়া ভবনে শিক্ষাকার্যক্রম চালানো হচ্ছে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ক্রমেই বাড়ছে। স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হলেও, নিয়োগ বাণিজ্য, তেল খরচে লুটপাট, বাজেটের নামে অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগে প্রতিষ্ঠানটি বারবার বিতর্কিত হয়ে উঠেছে।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৮ বছর পার হলেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। বরং সাবেক দুই ভিসি ও রেজিস্ট্রারসহ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থ হাসিল এবং অনিয়মের অভিযোগ উঠেছে।

এ দিকে ভর্তি পরীক্ষার নামে অর্থ লোপাট ২০২১-২২ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার আয়োজনের জন্য অগ্রিম ৬০ লাখ ৮৪ হাজার টাকা নেওয়া হলেও আড়াই বছরেও কোনো সমন্বয় বিল দাখিল করেনি কর্তৃপক্ষ। প্রচলিত আইনে দুই মাসের মধ্যে বিল দাখিলের নিয়ম থাকলেও তা লঙ্ঘন হয়েছে। বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় তিন সদস্যের অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটি গঠন করা হয়েছে বলে জানান উপাচার্য।

গুচ্ছ ভর্তি পরীক্ষার অর্থ নিয়ে বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. ফখরুল ইসলামের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ গ্রহণের অভিযোগ উঠেছে ।উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়ার চিঠিতে তাকে অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে ড. ফখরুল দাবি করেন, তিনি কোনো অতিরিক্ত অর্থ নেননি।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম হাসান তালুকদার স্বীকার করেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে দুর্নীতি ও অনিয়মের ছাপ রয়েছে। এরই মধ্যে ১৫টিরও বেশি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এখনো কোনো নির্দিষ্ট পদক্ষেপ বা বিচার কার্যক্রম শুরু হয়নি।

শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করছেন। শাহজাদপুরের স্থানীয় জনসাধারণও বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবির পাশাপাশি তারা প্রশাসনিক অনিয়মের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি ও অনিয়ম নিয়ে একের পর এক অভিযোগ উঠে আসছে, যা পুরো শিক্ষা প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। তদন্ত ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সর্বস্তরের মানুষ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নাসিরনগরে ১৩৫ দিনে কুরআনের হাফেজ হলেন ১০ বছরের শিশু

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: মাত্র ১৩৫ দিনে পবিত্র কুরআন হেফজ সম্পন্ন করে সবাইকে চমকে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ১০ বছর বয়সী শিশু মোহাম্মদ ফজলে রাব্বুল।

অবরোধে উত্তপ্ত খাগড়াছড়ি, ১৪৪ ধারা জারি 

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকে শনিবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। দুপুরে অবরোধকারীদের সঙ্গে স্থানীয় বাঙালিদের

বন্ধুর সাথে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী

নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্রসৈকতে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক কলেজছাত্রী। শনিবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নে এ

মধ্যরাতে গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় ১২ জন নিহত

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার মধ্যরাত থেকে উপত্যাকাজুড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় প্রাণ হারান তারা।

ওয়াজ মাহফিলে গুলি, আহত ২

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে একটি ওয়াজ মাহফিল চলাকালে অজ্ঞাত ব্যক্তিদের এয়ারগানের গুলিতে দুইজন আহত হয়েছেন। রবিবার (৫ জানুয়ারি’) দিবাগত রাত ১টার দিকে জেলা শহরের চরশোলাকিয়া এলাকায়

মেয়াদ বাড়ল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি)। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদ