রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলরের যোগদান

সিরাজগঞ্জ প্রতিনিধি: ২৯ অক্টোবর (মঙ্গলবার)। ২০২৪ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া যোগদান করেছেন। অদ্য মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে যোগদান করেন। এরপর তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার-এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার বলেন, আজ আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারে একজন নতুন সদস্য যুক্ত হলেন, আমরা তাকে শুভেচ্ছা জানাই। সকলের সম্মিলিত প্রয়াসে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো।

পরবর্তীতে বেলা ১১.০০টায় ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহিদ ও ২০২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত সকল বীর শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এ স্থাপিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া। এরপর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে নিহত সকল বীর শহিদ ও ২০২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত সকল বীর শহিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সাথে তিনি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্পিড ধরে রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের সবার প্রতি আহ্বান জানান। পরিশেষে তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব), বিভাগের চেয়ারম্যানবৃন্দ, প্রক্টরিয়াল বডি’র সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।’

উল্লেখ্য, ২৭ অক্টোবর ২০২৪ মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়াকে নিয়োগ দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বুদ্ধিস্ট স্টাডিজ বিষয়ে ১৯৮৮ সালে স্নাতক, ১৯৮৯ সালে স্নাতকোত্তর এবং ২০০৫ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের প্রফেসর। তিনি পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান এবং সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ এন্ড কালচার-এর পরিচালকের দায়িত্ব পালন করেছেন। প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘বেস্ট অ্যাকাডেমিক আর্টিকেল লেখক’ হিসেবে ডিন’স অ্যাওয়ার্ড লাভ করেন।’

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে একদিনের যুব প্রশিক্ষণ কর্মশালা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে একদিনের যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সিডিপি ঘুড়কা কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন

ইন্দোনেশিয়ায় ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প’

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে, ভূমিকম্পের পর কোনো ধরনের সুনামি সতর্কবার্তা জারি করা হয়নি। শুক্রবার (২২ মার্চ’) সকালে

নিজের গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে জরুরি বৈঠকে নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী ও তার নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বেশ কয়েক জন জেষ্ঠ্য কর্মকর্তার

শীত থাকবে আরও কয়েকদিন’

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ সারা দেশে প্রচণ্ড শীত ও কুয়াশার কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এর সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহ যুক্ত হয়ে শীতকে আরও তীব্রতর করে তুলেছে।

বসন্তের আগমনে রঙিন আলপনার ছোঁয়ায় রাজশাহী কলেজ

নিজস্ব প্রতিবেদক: ঋতুরাজ বসন্ত মানেই প্রকৃতিতে প্রাণবন্ততার নতুন ছোঁয়া, রঙিন ফুলের হাসি, শীতের তীব্রতা শেষে প্রকৃতির মাঝে ঠান্ডা-গরমের সোনালী মিশ্রণ”-পুষ্পিত সৌরভে এভাবেই ঋতুরাজ বসন্ত তার আগমনের

বইমেলা শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে মাসব্যাপী দেশের বৃহত্তম অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আজ শনিবার। এদিন বিকেল ৩টায় বইমেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন