রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিরাজগঞ্জ প্রতিনিধি: ০৭ অক্টোবর (সোমবার), ২০২৪রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ। আজ সকাল ১০.০০ টায় অর্থনীতি বিভাগের শিক্ষক, শিক্ষার্থীদের শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি। এরপর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পতাকা উত্তোলন, বৃক্ষ রোপণ ও কেক কর্তন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বিজন কুমারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার অর্থনীতি বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হবে যদি তোমারা নিজেরা সফল হতে পারো, তোমাদের শ্রম ও মেধা দিয়ে দেশের সকল মেধাবীদের সাথে প্রতিযোগিতা করে এগিয়ে যেতে হবে। তুমি কতদূর যেতে পারবে সেটি তোমাকেই ভাবতে হবে, আমরা শুধু সহযোগিতা করতে পারবো। ভাইস-চ্যান্সেলর মহোদয় বলেন, আমরা জানি তোমাদের সুযোগ-সুবিধা, চাওয়া-পাওয়া শতভাগ পূরণ হয়নি, তোমরা জানো আমাদেরও সীমাবদ্ধতা আছে, আমরা সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠার চেষ্টা করছি। ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন গঠনে উৎসাহমূলক দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে তিনি বলেন, সুশৃঙ্খল ও পরিকল্পনা মাফিক অধ্যয়নের মাধ্যমে নিজেকে যোগ্য করে তুলতে হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সুনাম যত বাড়বে তোমাদের কর্মের সুযোগ তত বেশি সৃষ্টি হবে এবং শিক্ষকদের সম্মান তত বৃদ্ধি পাবে। ভাইস-চ্যান্সেলর মহোদয় সেন্টার ফর মেন্টাল হেলথ এন্ড ওয়েলনেস ও সেন্টার ফর অ্যাপ্লাইড ইকোনোমিক্স এন্ড পলিসি রিচার্স এবং Teacher-Student Policy Dialogue কার্যক্রম আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

আলোচনা সভা শেষে সেন্টার ফর মেন্টাল হেলথ এন্ড ওয়েলনেস ও সেন্টার ফর অ্যাপ্লাইড ইকোনোমিক্স এন্ড পলিসি রিচার্সের উদ্বোধন, সিটিজেন’স চার্টার প্রকাশ, বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন, নবনির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধিদের অভিষেক ও প্রাক্তনদের সংবর্ধনা দেওয়া হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের ২য় অধিবেশন শুরু হয় Teacher-Student Policy Dialogue এর মধ্যে দিয়ে। সবশেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ডিবি পরিচয়ে ছিনতাই ২২লক্ষ টাকা, গ্রেফতার এক

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ডিবি পরিচয়ে এক ব্যবসায়ীর  ২২লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাবুল ইসলাম(৪৬)নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এই ছিনতাইয়ের ঘটনাটি

জামিনে মুক্তি পেয়ে খুশিতে মদ পান করে আ.লীগ নেতার নৃত্য

ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জের মিঠামইনে জুলাই আন্দোলনের একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ভূঁইয়ার মদ সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে

আন্দোলনের চাপে প্রত্যাহার পটিয়া থানার ওসি

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লাগাতার আন্দোলনের মুখে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার

ক্যাসিনো খেলার সুপার এজেন্ট মতিউর এখন কোটিপতি, সর্বস্বান্ত এলাকার যুবকেরা 

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ক্যাসিনো খেলার সুপার এজেন্ট মতিউর এখন কোটিপতি, সর্বস্বান্ত এলাকার যুবকেরা, যার বাবা ছিলো দিনমজুর পরিবার-পরিজন নিয়ে অভাব-অনটনেই চলছিল তাদের জীবন তবে

আইইউবিএটিতে আন্দোলনকারীদের ওপর হামলা, দুই পক্ষের হাতাহাতি বললেন ভিসি

নিজস্ব প্রতিবেদক: পরীক্ষা পদ্ধতি পরিবর্তনসহ ১৪ দফা দাবিতে আন্দোলন করছেন রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) শিক্ষার্থীরা। এসময় বহিরাগত দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলার

টোল প্লাজায় প্রাইভেট কারের পেছনে বাসের ধাক্কা, নিহত ৫

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জ ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় প্রাইভেট কার ও মোটরসাইকেলে থাকা পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন।