নিজস্ব প্রতিবেদক: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ’-এর স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প দ্রুত অনুমোদনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার (২৪ জুলাই) আয়োজিত এই সংবাদ সম্মেলনে তাঁরা দীর্ঘদিন ধরে প্রকল্প অনুমোদন ঝুলে থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেন।
বক্তারা বলেন, বাংলা ভাষা ও সাহিত্যের গৌরব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি ২০১৬ সালে যাত্রা শুরু করলেও গত নয় বছরে নিজস্ব ক্যাম্পাস গড়ে ওঠেনি। ফলে শিক্ষার্থীরা যেমন আধুনিক অবকাঠামো ও আবাসিক সুবিধা থেকে বঞ্চিত, তেমনি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও নানা সীমাবদ্ধতার মধ্যে দায়িত্ব পালন করছেন।
প্রতিষ্ঠার পর থেকে প্রকল্প ব্যয়ের পরিমাণ সাতবার হ্রাস করে ৯ হাজার ২০০ কোটি টাকা থেকে কমিয়ে সর্বশেষ ৫১৯ কোটি ১৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। সংশোধিত ডিপিপিটি ২০২৫ সালের ৭ মে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় আলোচিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত এ বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন।
পরবর্তীতে ১৬ জুন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ক্যাম্পাস নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন এবং ইতিবাচক মত প্রদান করেন। তবে একাধিক একনেক সভা অনুষ্ঠিত হলেও এখনও প্রকল্পটি অনুমোদিত হয়নি, যা বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রকল্পের জন্য প্রয়োজনীয় পরিবেশ ছাড়পত্র, হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের ছাড়পত্র, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ছাড়পত্র এবং শিক্ষা মন্ত্রণালয়ের ১০০ একর জমি ব্যবহারে অনাপত্তিপত্র ইতোমধ্যে ডিপিপির সঙ্গে দাখিল করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, প্রস্তাবিত কৃষি, মৎস্যবিজ্ঞান, পশুপালন এবং পরিবেশ বিজ্ঞান বিভাগগুলো সিরাজগঞ্জ অঞ্চলের পরিবেশ উন্নয়ন, বন্দরকেন্দ্রিক ব্যবসা, দুগ্ধশিল্প ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প অনুমোদনের দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা দুটি কর্মসূচির ঘোষণা দিয়েছেন:
কর্মসূচি:
১. ২৬ জুলাই ২০২৫, শনিবার, সকাল ১০টা—১১টা: মানববন্ধন (রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩)
২. ২৭ জুলাই ২০২৫, রবিবার, সকাল ৮টা—১০টা: মানববন্ধন (বিসিক বাসস্ট্যান্ড)
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম এবং আইন কর্মকর্তা আরমান শোভন। তাঁরা বলেন, সকল নথিপত্র, ছাড়পত্র ও বিশ্লেষণ জমা দেওয়ার পরও প্রকল্প অনুমোদন না হওয়া হতাশাজনক। এই পরিস্থিতিতে তাঁরা প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.