নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য দীর্ঘ প্রতীক্ষিত লন্ডন যাত্রা পেছালো। চিকিৎসকদের পরামর্শ ও প্রস্তুতিগত জটিলতার কারণে তাকে এখন রবিবার (৭ ডিসেম্বর) যুক্তরাজ্যে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল জানান, কাতার থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেনি। তার ভাষায়, “কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে শনিবার এসে পৌঁছাতে পারে।”
তিনি আরও বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সম্মতি দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখেই (রবিবার) তিনি লন্ডনের উদ্দেশে রওনা হবেন।”
বর্তমানে চিকিৎসক দলের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন বেগম খালেদা জিয়া। সব প্রস্তুতি সম্পন্ন হলে রবিবারই তার বিদেশ যাত্রা সম্পন্ন হবে বলে আশা করছেন দলের নেতারা।,
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.