রওশন এরশাদের বাসভবন ‘সুন্দর মহল’কে ‘দালাল মহল’ ঘোষণার দাবিতে ভাঙচুর

ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় নেত্রী ও ময়মনসিংহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য রওশন এরশাদের ‘সুন্দর মহল’ নামের বাসভবন ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় তারা রওশন এরশাদের ভবনটিকে ‘দালাল মহল’ ঘোষণার দাবি জানিয়ে স্লোগান দেন।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৩টার দিকে ময়মনসিংহ নগরীর গঙ্গাদাস গুহ রোডস্থ সুন্দর মহলে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

সূত্র জানায়, বিগত ৫ আগস্টের পর দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে রওশন এরশাদের ‘সুন্দর মহল’ কুটুমবাড়ী নামক একটি রেস্টুরেন্টের কাছে ভাড়া দেওয়া হয়। এরপর থেকেই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বাড়িটি নিজেদের আয়ত্বে নিয়ে রেস্টুরেন্ট নির্মাণে কাজ শুরু করে।

এদিকে ৫ আগস্টের পর থেকে রওশন এরশাদের ‘সুন্দর মহল’ নামক বাসভবনটিকে ‘দালাল মহল’ ঘোষণার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে আসছিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা। কিন্তু রেস্টুরেন্ট কর্তৃপক্ষ মালিক পক্ষের অনুমতি নিয়ে রেস্টুরেন্ট নির্মাণে কাজ করে আসছিল।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৩টার দিকে ছাত্র-জনতা একটি মিছিল নিয়ে সুন্দর মহলে গিয়ে রেস্টুরেন্ট নির্মাণ কাজে বাধা দেয়। এ সময় তারা নির্মাণাধীন রেস্টুরেন্টের দেয়াল এবং বাসভবনের ভেতরে ঢুকে বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর করা হয়।

এতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফুয়াদ খান, ওয়ালিউল্লাহ ওলি, ছাত্রনেতা জি.কে ওমর, আব্দুল আলীমসহ সাংগঠনের নেতাকতর্মীরা।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যানারে নগরীর জয়নুল আবেদীন পার্ক এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুড পার্কের কার্যক্রম বন্ধ, মাদকসেবীদের আড্ডাস্থল গুঁড়িয়ে দেওয়াসহ কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবি জানিয়ে মানববন্ধন করা হয়।

সুন্দর মহলে নির্মাণাধীন রেস্টুরেন্ট ভাঙচুরের বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করেও কুটুমবাড়ী রেস্টুরেন্টের পরিচালক বজলুর রহমান মিন্টুর বক্তব্য জানা যায়নি।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ছাত্র-জনতা নির্মাণাধীন রেস্টুরেন্টে কিছু ভাঙচুর করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ছাত্রদল সভাপতি রাকিবের পদ হারানোর গুঞ্জন

ঠিকানা ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব পদ হারানোর গুঞ্জন উঠেছে। শুক্রবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের খবর ছড়িয়ে পড়ে। তবে এর

সিরাজগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু, আহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ কামারখন্দে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন। এতে আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন। রোববার (২০ অক্টোবর)

অপরিচিত মহিলাকে ‘ডার্লিং’ বলা যৌন হয়রানি: কলকাতা হাইকোর্ট’

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি একটি মামলায় কলকাতা হাইকোর্ট মন্তব্য করেছেন, অপরিচিত মহিলাকে ‘ডার্লিং’ বলে সম্বোধন করা যৌন হয়রানির সামিল। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ‘ডার্লিং’ শব্দে যৌন

চৌহালীতে বিনামূল্যে সনদপত্র সহ ৮ দফা দাবীত বৈষম্যবিরোধী ছাত্র-ছাত্রীদের মানববন্ধন  

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ গর্জে উঠলে ছাত্র সমাজ,বদলে যায় ইতিহাস, এই স্লোগান নিয়ে যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালীতে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। সোমবার (২ সেপ্টেম্বর ) সকালে

বাঁশখালীর সাবেক এমপি মোস্তাফিজসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল গফুরসহ ৮ জনের বিরুদ্ধে

ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর’) রাতে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১।