নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার রাত সাড়ে ১১টায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় এ মামলা করেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির রংপুর মহানগরের সংগঠক আলমগীর নয়ন।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের উদ্যোগে গত ২৯ মে জাতীয় পার্টির নিষিদ্ধ ও জিএম কাদেরের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ওই বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে গ্র্যান্ড হোটেল মোড়ে গিয়ে অবস্থান করেন। পরে সেখান থেকে সেনপাড়া জিএম কাদেরের বাসার উদ্দেশ্যে রওনা দিলে জিএম কাদেরের বাসার আগের যে মোড়টি ছিল সেখানে পৌঁছানোর আগেই জাতীয় পার্টির নেতাকর্মীরা ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করে। ওই হামলায় চারজন আহত হন।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, আলমগীর নয়ন নামে একজন এসে জিএম কাদের ও সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ ১৮ জনের নাম উল্লেখ ও ৭০-৮০ জনের অজ্ঞাত রেখে একটি মামলা দায়ের করেছেন। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.