নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে সম্প্রতি সংঘর্ষের পর সারাদেশে জাতীয় পার্টির (জাপা) অফিস লক্ষ্য করে লংমার্চের ঘোষণার পর রংপুরে নিজেদের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জাপা নেতাকর্মীরা। নেতারা স্পষ্ট জানিয়েছেন, আওয়ামী লীগের পক্ষে কিংবা বিপক্ষে কোনো অবস্থানেই নেই জাতীয় পার্টি। যদি কেউ তাদের অফিসে এসে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করে, তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে।
এছাড়া, নেতারা জানিয়েছেন যে, রাজধানীতে ভিপি নুরসহ অন্যান্যদের ওপর যে হামলা হয়েছে, তা সেনাবাহিনী ও পুলিশ করেছে এবং এর সাথে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই।
শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টা থেকে রংপুর নগরীর পায়রা চত্বরে অবস্থিত জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি শুরু হয়। এতে কেন্দ্রীয়, জেলা এবং মহানগর জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রংপুর জেলা জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ জানান, গণঅধিকার পরিষদে আওয়ামী লীগের অনেক নেতাকে পুনর্বাসন করা হয়েছে, এবং তাদেরকে প্রমোট করে জাতীয় পার্টির বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে।
রংপুর মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ জানান, বিভিন্ন সংগঠন সারাদেশের জাতীয় পার্টি অফিসের দিকে লংমার্চের ঘোষণা করেছে। তাদের হামলা হলে তা প্রতিহত করা হবে।
এদিকে, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির বলেন, আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন জাতীয় পার্টিকে ছিন্ন-বিচ্ছিন্ন করে দিয়েছে এবং এই সরকারের সঙ্গে একই আচরণ দেখা যাচ্ছে। ইয়াসির জানান, আওয়ামী লীগের পক্ষে বা বিপক্ষে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, জাতীয় পার্টি তার প্রতিষ্ঠাতা এরশাদের আদর্শে রাজনীতি করে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.