
জহুরুল ইসলাম টাঙ্গাইল প্রতিনিধি: কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, শৈশব-কৈশোর গেছে দুরন্তপনায়। যৌবনে এসেও কোনো নারীর প্রেমে পড়িনি, প্রেমে পড়েছি বঙ্গবন্ধুর। তিনি আমাকে বঙ্গবীর নয়, বঙ্গপীর বলে ডাকতেন। এরপর দীর্ঘ পথ পাড়ি দিয়ে আবার এখন প্রেমে পড়েছি বইয়ের।
শনিবার (২ মার্চ’) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ হলরুমে ‘কাদেরিয়া বাহিনীর ২৭নং হিরো কোম্পানি ৭১’ নামের গ্রন্থের প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।
তিনি সেখানে আরও বলেন, মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান উপাধি দেওয়া হয়েছে। কিন্তু তারা আজ আর সেখানে নাই। নিজেরা নিজেদের মর্যাদা ধরে রাখতে পারেনি। কারণ তারা সত্যিকারের শ্রেষ্ঠ সন্তান না।
কাদের সিদ্দিকী আরও বলেন, সকল পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসে আমার নাম বাদ দিয়ে লিখছে বর্তমান সরকার। এটা কি মুক্তিযুদ্ধের সপক্ষ দলের পক্ষে শোভা পায়? এরা পরবর্তী প্রজন্মকে ভুল শেখাচ্ছে। ইসহাক মিয়ার মতো সম্মুখযোদ্ধারা যদি মুক্তিযুদ্ধের ইতিহাস লিখে তবেই পরবর্তী প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারবে। আজকে মুক্তিযোদ্ধারা যা পাওয়ার কথা ছিল তারা কিছুই পায় নাই। তাদেরকে ন্যূনতম ২০ হাজার টাকা করে ভাতা দেওয়ার দাবি আমিই প্রথম জানিয়েছিলাম।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আজিজুল হক আজিজ, সাবেক যুগ্মসচিব মো. শফিকুল ইসলাম, অধ্যাপক মির্জা মহীউদ্দীন আহমেদ মুক্তিযুদ্ধের গবেষক মামুন তরফদার, বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বদি, আব্দুস সামাদ গামা প্রমুখ।’