যে কারণে আওয়ামী লীগকে বেছে নিল যুক্তরাষ্ট্র’

নিজস্ব প্রতিবেদক: মার্কিন যুক্তরাষ্ট্রের তিন সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের পর এটা স্পষ্ট হল যে, যুক্তরাষ্ট্র এখন দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার পক্ষপাতী। বাংলাদেশে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই-এই বার্তাটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হল। এই সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছে, বৈঠক করেছে বিএনপির সঙ্গে কিন্তু এই সমস্ত বৈঠক ছাপিয়ে সরকারের সঙ্গে হৃদ্যতা পূর্ণ সম্পর্ক এবং দু দেশের ভুল বোঝাবুঝি অবসান ঘটিয়ে অংশীদারিত্বের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাটি প্রবল হয়ে দেখা দিয়েছে। এর ফলে এটা স্পষ্ট হল যে, আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প আপাতত যুক্তরাষ্ট্রের কাছে নেই।

কেন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত আওয়ামী লীগকে বেছে নিল’?

দুবছর আগে মনে হয়েছিল, বাংলাদেশের সরকার পরিবর্তন করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। আর এই সরকার পরিবর্তনের জন্য তারা উঠেপড়ে লেগেছিল। বিশেষ করে আওয়ামী লীগের ওপর তাদের নানামুখী চাপ ছিল দৃশ্যমান। কিন্তু নির্বাচনের পর সেই অবস্থান পরিবর্তন ঘটল। কেন এই পরিবর্তন ঘটল-এ নিয়ে কূটনৈতিক বিশ্লেষকরা একাধিক কারণ খুঁজে পেয়েছেন। তাদের মতে,

১. ভারতের অবস্থান: মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলের নেতৃত্ব দিতে চায় ভারতকে এবং ভারতের নেতৃত্ব মেনে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তার পরিকল্পনা সাজাতে চায়। ভারত যেহেতু আওয়ামী লীগের কোন বিকল্প নেই বলেই মনে করছে এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের প্রয়োজনীয়তার কথা অনুভব করছে সে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কোনো বিকল্প ভাবছে না। তারা আওয়ামী লীগকেই বেছে নিয়েছে।’

২. বিরোধী দলগুলির দুর্বলতা: গত দুই বছর ধরে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে মার্কিন যুক্তরাষ্ট্রে নীতিনির্ধারকদের মধ্যে একটা মৌলিক অবস্থান তৈরি হয়েছে। তা হল তারা দেখছে যে, বাংলাদেশে আওয়ামী লীগের বিশেষ করে আরও নির্দিষ্ট করে বললে বলা যায়, শেখ হাসিনার কোন বিকল্প নেই। কারণ শেখ হাসিনা ছাড়া বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো কোন বিকল্প শক্তির অবস্থান নেই। আর এই কারণেই তারা আওয়ামী লীগকে আবার বেছে নিয়েছে।

৩. বিএনপির দুর্বলতা এবং নেতৃত্বের সংকট: বিএনপির সঙ্গে একটা সময় পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল এবং বিএনপিকে তারা এক ধরনের আশ্রয় প্রশ্রয় দিচ্ছিল। কিন্তু। বিভিন্ন ঘটনাপ্রবাহের মাধ্যমে যুক্তরাষ্ট্রে নীতিনির্ধারকদের কাছে এটা স্পষ্ট হয়ে যায় যে, বিএনপি আওয়ামী লীগের বিকল্প নয় এবং দেশ পরিচালনা করার জন্য বা সরকার পরিচালনার মতো নেতৃত্ব বিএনপিতে নেই। এ কারণে তারা আওয়ামী লীগের ওপরই আস্থা রাখছে’।

৪. সন্ত্রাস, জঙ্গিবাদ মোকাবেলা করা: মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম আন্তর্জাতিক এজেন্ডা হল সন্ত্রাস এবং জঙ্গিবাদ মোকাবেলা করা। সেক্ষেত্রে তারা বাংলাদেশের বাস্তবতায় এটা অনুভব করতে সক্ষম হয়েছে যে, এই মুহূর্তে বাংলাদেশের সরকার পরিবর্তনের মাধ্যমে যদি কোন রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়, তাহলে সেখানে জঙ্গিরা এবং সন্ত্রাসবাদ লালিত হবে। জঙ্গিরা এবং সন্ত্রাসবাদের উত্থান ঘটবে। এটি মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই চায় না।’

৫. চীনকে এই অঞ্চলে নিয়ন্ত্রণ করা: এই অঞ্চলে চীনকে নিয়ন্ত্রণ করতে গেলে বাংলাদেশকে কাছে নিতেই হবে। যদি শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র তার বিরোধী অব্যাহত রাখত তাহলে বাংলাদেশ চীন-রাশিয়া-ভারতের সঙ্গে সম্পর্কের মাধ্যমে তাদের উন্নয়ন পরিকল্পনা এবং উন্নয়ন অভিযাত্রা অব্যাহত রাখত। আর তাই মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে যে, চীনকে প্রতিহত করার জন্য আওয়ামী লীগের সঙ্গে রৈরিতা নয়, বরং আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক তৈরি করাই উত্তম পথ। আর এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত আওয়ামী লীগকেই বেছে নিয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘নিহত পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা’

নিজস্ব প্রতিবেদক: কর্তব্যরত অবস্থায় মারা যাওয়া পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। শনিবার (৯ মার্চ)

কাজিপুর উপজেলা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার আলমপুর চৌরাস্তায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির

‘কিশোরগঞ্জে কোটি টাকা নিয়ে লাপাত্তা ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট’

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের নিকলীতে দামপাড়া ইউনিয়নের বাজার শাখার ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের এজেন্ট আবুল কালাম আজাদ প্রায় কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বিশ্বের ১০ বিষধর সাপ: দেশজুড়ে আতঙ্ক ছড়ানো রাসেল ভাইপার কি আছে তালিকায়

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশ জুড়ে এখন ব্যাপক আলোচনায় রাসেল ভাইপার, সঙ্গে জেলায় জেলায় আতঙ্ক। বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে, বিশ্বের সবচেয়ে

অনুমতি না নিয়ে সম্পদ ক্রয়: সরকারি কর্মকর্তাদের তালিকা তৈরি হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: বেনজীর আহমেদ চাকরিতে থাকাকালীন সময়ে তিনি তার স্ত্রী এবং কন্যাদের নামে যে বিপুল সম্পদ বানিয়েছিলেন তার কোনটার জন্যই সরকারের কোন অনুমতি নেননি। অথচ

জুলাই-আগস্টে পুলিশি বর্বরতায় সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততা ছিল: এইচআরডব্লিউ

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশি বর্বরতায় সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততা ছিল বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ, এইচআরডব্লিউ। সোমবার