যূথীকে নিয়ে উভয় সংকটে আওয়ামী লীগ’

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগে উভয় সংকটে পড়েছে। মামলার প্রধান আসামি নাহিদ সুলতানা যূথীকে এখন পর্যন্ত আইন প্রয়োগকারী সংস্থা গ্রেপ্তার করতে পারেনি। আবার তাকে গ্রেপ্তার না করার ফলে অন্যান্য আসামিদের বিচার নিয়েও প্রশ্ন উঠেছে। যূথীকে গ্রেপ্তার করা হবে কি হবে না এ নিয়ে উভয় সংকটে পড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যানের স্ত্রী নাহিদ সুলতানা যুথী। তবে তার নিজের পরিচয়ও রয়েছে। তিনি একজন আইনজীবী। সুপ্রিম কোর্টে তাকে প্রভাবশালী সরকারপন্থি আইনজীবী হিসেবে মনে করা হয়।

এবার তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থি প্যানেলের সম্পাদক পদে প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু আওয়ামীপন্থি প্যানেলের যারা নিয়ন্ত্রক তারা নাহিদ সুলতানা যুথীকে মনোনয়ন দেননি। যারা এই প্যানেল মনোনয়ন করেন তাদের মধ্যে অন্যতম হলেন শেখ ফজলে শামস পরশের ছোট ভাই শেখ ফজলে নূর তাপস।

শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রও বটে। এর আগেও তিনি যূথীকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বীতা থেকে দূরে সরিয়ে রেখেছিলেন। এবার অবশ্য পরশের স্ত্রী সেটি মেনে নেননি। না নিয়ে তিনি নিজেই স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রার্থী হন এবং এবার নির্বাচনের ভোটের দিন রাতের বেলা সদলবলে চলে যান নির্বাচন কমিশনে এবং ভোট গণনার স্থানে। সেখানে গিয়ে তিনি জোর করে তাকে নির্বাচিত ঘোষণার দাবি জানান এবং সেই দাবি হাঁসিল করেও ছাড়েন। এ নিয়ে সুপ্রিম কোর্টে তীব্র উত্তেজনা দেখা দেয়। বিষয়টি সরকারের হাইকমান্ডের কাছে যাওয়ার পর সরকারের নীতি নির্ধারক মহল এই বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। এরপরই আইন প্রয়োগকারী সংস্থা নড়েচড়ে বসে।

এর আগে যখন সুপ্রিম কোর্টে যূথী এবং তার সমর্থকরা লঙ্কা কাণ্ড ঘটাচ্ছিলেন, তখন কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিল। তারা কোন ব্যবস্থাই নেননি। যখন এ ব্যাপারে সরকারের উচ্চ পর্যায় থেকে কঠোর বার্তা ঘোষণা করা হল, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঘুম ভাঙ্গে এবং তারা এই ঘটনার প্রেক্ষিতে একটি মামলা গ্রহণ করে, যে মামলার প্রধান আসামি নাহিদ সুলতানা যুথী। কিন্তু মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করা হলেও বিশেষ করে বিএনপিপন্থি প্যানেলের সম্পাদক পদপ্রার্থী কাজলকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হলেও এখন পর্যন্ত যূথীকে গ্রেপ্তার করা হয়নি। যূথীকে গ্রেপ্তার না করা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন তৈরি হয়েছে।

বিভিন্ন মহল মনে করছেন যে, যূথীকে আসলে শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হবে না। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বা তার বাসায় অভিযান স্রেফ আইওয়াশ। তবে কোন কোন মহল বলছেন যে, সর্বোচ্চ মহল এ ব্যাপারে একটা সিদ্ধান্ত নেবে। যূথীকে গ্রেপ্তার করা না করা নিয়ে আওয়ামী লীগের মধ্যে সংকট তৈরি হয়েছে। যূথীকে নিয়েও তৈরি হচ্ছে উভয় সংকট। তার ব্যাপারে আওয়ামী লীগ কি সিদ্ধান্ত নেবে তা নিয়ে চলছে দ্বিধাবিভক্তি।’

কোন কোন মহল মনে করছেন যে, বিষয়টিকে আর গড়াতে দেওয়া উচিত না। এটা যেহেতু সুপ্রিম কোর্টের বিষয়, উভয় পক্ষ মিলে মিশে একটি সম্মানজনক সমঝোতা দরকার এবং তাহলে পরে সে ক্ষেত্রে যূথীর আর গ্রেপ্তার হওয়ার শঙ্কা থাকে না। আবার কেউ কেউ বলছেন যে, এটি অমাজর্নীয় অপরাধ। কাজেই এই ঘটনা থেকে মুুক্তির একটাই পথ। তা হল আইনের সঠিক এবং যথাযথ প্রয়োগ। এরকম বাস্তবতায় শেষ পর্যন্ত যূথীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা বা যূথীর রাজনৈতিক ভবিষ্যত কি তা আওয়ামী লীগের নীতিনির্ধারকরাই সিদ্ধান্ত নেবে। তবে এই ঘটনায় কিছু স্পর্শকাতর বিষয় রয়েছে। যূথীর বিরুদ্ধে ইতিবাচক নেতিবাচক দুটোর যে কোন একটির সিদ্ধান্ত নেয়া হলে তার পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হবে আওয়ামী লীগে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শারদীয় উৎসব উপলক্ষে এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরণ

রাকিবুল ইসলাম নাটোর: শারদীয় উৎসব উপলক্ষে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করছে এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন। স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নাটোরে শহরের শতাধিক অসহায় সনাতন পরিবারের

রাইসির জন্য প্রার্থনায় গোটা দেশ,শোকে পাথর ইরানিরা

আন্তর্জাতিক ডেস্ক: হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদোল্লাহিয়ান। তাদের শোকে পাথর হয়ে গেছে ইরানিরা। দুর্ঘটনার খবর শোনার সঙ্গে সঙ্গে

‘চলতি শতাব্দীর শেষে প্রতিটি দেশের জনসংখ্যা সঙ্কুচিত হবে, বলছে গবেষণা’

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ২১০০ সাল নাগাদ বিশ্বের প্রায় প্রতিটি দেশের জনসংখ্যা কমবে বলে এক গবেষণায় জানা গেছে। চিকিৎসা বিষয়ক আন্তর্জাতিক সাময়িকী ল্যানসেটে গত সোমবার প্রকাশিত

তাড়াশে জায়গায় দখলে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জন আহত 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে দুলিশ্বর বাজারে অবস্থিত বিবদমান মূল্যবান ৮ শতক জায়গায় দখলে বাঁধা দেওয়ার ঘটনায় প্রতিপক্ষের হামলায় নারীসহ কমপক্ষে ৫ জন গুরুতর আহত

আজ শহীদ নূর হোসেন দিবস

নিজস্ব প্রতিবেদক: আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। দেশের ইতিহাসে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ও সংগ্রামের এক অবিস্মরণীয় দিন। ১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচার এরশাদ

বন্ধ হয়ে গেছে আদানির বিদ্যুৎ কেন্দ্র, বড় ঘাটতি তৈরি বাংলাদেশে 

নিজস্ব প্রতিবেদক: ভারতের ঝাড়খন্ডের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে করে দেশের বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি