
জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় যুবলীগের সদস্য মোঃ খোকনের মটর সাইকেল যোগ ১১ অক্টোবর শুক্রবার সলঙ্গা থানার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মোটরসাইকেল সোডাউন করছেন থানা বিএনপির সভাপতি মোঃ মতিয়ার রহমান।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুকে ভিডিও ভাইরাল হওয়ার পর, এ নিয়ে সলঙ্গা থানা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সলঙ্গা বাজারে নেতাকর্মীদের মাঝে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।
গত ৫ ই আগষ্ট সরকার পতনের পর আওয়ামীলীগ নেতাদের সঙ্গে মামলা থেকে নাম বাদ দেওয়া ও আতাতের গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ প্রকাশের পর ৮ সেপ্টেম্বর জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ মতিয়ার রহমান এর কাছ থেকে লিখিত জবাব চেয়ে কারনদর্শানোর নোটিশ প্রদান করেছিল।
তখন থেকেই আলোচনায় আসে থানা বিএনপির এই বিতর্কিত নেতা।
নাম প্রকাশ না করার শর্তে থানা বিএনপির ও সহ সংগঠনের বিভিন্ন নেতা কর্মী বলেন, সরকার পতনের আগেও সভাপতি মতিয়ার রহমান আওয়ামীলীগের সাথে আতাত করে চলতেন। সরকার পতনের পর ও মামলা থেকে আওয়ামীলীগ নেতাদের বাদ দিতে গোপনে আতাত করে চলছেন,
এর আগে নিউজও হয়েছে। এখন আওয়ামী কর্মীদের দলে ভিড়িয়ে নিজের দল ভাড়ি করার পায়তারা করছেন।
এ নিয়ে থানা বিএনপির ও আঙ্গ সংগঠনগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, আমরা জেলা বিএনপির সুদৃষ্টি কামনা করছি।
সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে সলঙ্গা থানা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল আলিম বলেন, বিষয়টি আমার জানা নেই, আমি এ বিষয়ে কোন মন্তব্য করতে চাই না।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান বাচ্চু জানান, বিষয়টি খোজখবর নিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।