যুবলীগ নেতাকে বিএনপি কর্মী বানিয়ে দল থেকে বহিস্কার

ঠিকানা টিভি ডট প্রেস: যুবলীগ নেতাকে বিএনপি কর্মী বানিয়ে দল থেকে বহিস্কার করার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

শনিবার দিবাগত রাতে জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাহাজিরা গ্রামের বাসিন্দা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য নাজমুল হাসান মিঠু এ প্রতিনিধিকে জানান, গত ২৭ অক্টোবর বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে গৌরনদী পৌরসভার তিন বিএনপি নেতাকে বহিস্কার করা হয়েছে মর্মে পত্র ইস্যু করা হয়।

দীর্ঘদিন পর তিনি (মিঠু) শনিবার বাড়িতে এসে জানতে পারেন দুই বিএনপি নেতার সাথে তাকেও বিএনপি নেতা বানিয়ে বহিস্কার করা হয়েছে।’

বিষয়টি হাস্যকর উল্লেখ করে নাজমুল হাসান মিঠু বলেন, আমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড যুবলীগের একজন সক্রিয় সদস্য। জীবনে কোনদিন বিএনপি কিংবা অন্যদল করিনি। শুরু থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছি।

এমনকি জীবনে যতোদিন বেঁচে আছি মনে প্রানে আমি আওয়ামী লীগকে ভালবাসি। এরপরেও আমাকে কিভাবে বিএনপি কর্মী বানিয়ে বহিস্কার করা হলো তা বোধগম্য নয়।

তিনি আরও বলেন, মূলত বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের সমন্ময়হীতনার অভাব রয়েছে। এজন্যই এমনটা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এ বিষয়ে গৌরনদী উপজেলা বিএনপির একাধিক নেতৃবৃন্দরা বলেছেন, দলীয় অভ্যন্তরীন বিরোধের জেরধরে গত ২২ অক্টোবর রাতে নাটকীয়ভাবে গৌরনদী পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করেন।

এ বিষয়ে তাকে (জাকির)’ কারণ দর্শানোর জন্য গত ২৫ অক্টোবর নোটিশ করেন জেলা উত্তর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। ওই নোটিশের জবাব দেওয়ার জন্য নির্ধারিত সময় ছিলো ২৮ অক্টোবর পর্যন্ত। এরমধ্যে তিনি নোটিশের লিখিত জবাবও দিয়েছেন।

কিন্তু এরমধ্যেই দলের হাইকমান্ড থেকে বরিশাল জেলা উত্তর বিএনপি কিংবা উপজেলা নেতৃবৃন্দের সাথে যোগাযোগ না করেই স্থানীয় এক কেন্দ্রীয় বিএনপি নেতার প্ররোচনায় গত ২৭ অক্টোবর কেন্দ্র থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে পৌর বিএনপির আহবায়ক ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ জাকির হোসেন শরীফ, সদস্য ফরহাদ শরীফ ও নাজমুল হাসান মিঠুকে বহিস্কার করা হয়।

এরমধ্যে নাজমুল হাসান মিঠু যুবলীগের রাজনিতীতে সরাসরি যুক্ত। তার রাজনৈতিক পরিচয় প্রকাশের পর সর্বত্র তোলপাড় শুরু হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘চুক্তি পেতে চার সচিবের দৌড়ঝাঁপ’

নিজস্ব প্রতিবেদক: চুক্তিভিত্তিক নিয়োগে থাকা দুইজন সচিব এবং চাকরির মেয়াদ প্রায় শেষ হওয়া দুই সচিব মোট চারজন সচিব চুক্তিভিত্তিক নিয়োগ পেতে মরিয়া তৎপরতা চালাচ্ছেন। তারা

অর্থনৈতিক শ্বেতপত্র: দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে ১২ সদস্যের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে শ্বেতপত্র প্রকাশের জন্য ১২ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। এই কমিটির নেতৃত্বে রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের

রাজশাহী বিভাগে মেধাবৃত্তিতে ৩য় এনায়েতপুরের শিক্ষার্থী আসিফ

ভিকে জয়, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: রাজশাহী শিক্ষা বোর্ডে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত হয়ে মেধাবৃত্তি তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছে চৌহালী উপজেলাধীন এনায়েতপুর ইসলামিয়া

অপহৃত জাহাজ উদ্ধারে শান্তিপূর্ণ উপায়েই এগোতে চায় বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহসহ ২৩ নাবিককে সোমালি জলদস্যুদের হাত থেকে ছাড়াতে শান্তিপূর্ণ সমাধানের পথেই হাঁটছেন জাহাজ মালিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। দস্যুরা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)

সাকিবের আয়কর হিসাব ও দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকে আবেদন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এবার সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব

বশেমুরবিপ্রবিতে ছাত্রলীগের হামলায় সাংবাদিক-সমন্বয়কসহ আহত ৫

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে ৩ জনকে আহত করে ছাত্রলীগের নেতাকর্মীরা।