নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তরের ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক মো. আরিফ সিকদার হত্যাকাণ্ডে রাজনৈতিক সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলীর সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। গত ১৯ এপ্রিল হাতিরঝিলের নয়াটোলা এলাকায় গুলিবিদ্ধ হন আরিফ; ২১ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বোন রিমা আক্তার বাদী হয়ে হাতিরঝিল থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত করছে ডিবি পুলিশের তেজগাঁও বিভাগ। তদন্তে জানা যায়, রাজনৈতিক প্রভাব পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সুব্রত বাইন গোপন বৈঠক, অস্ত্র সংগ্রহ ও সশস্ত্র মহড়ার প্রস্তুতি নেন এবং তার অধীনস্থ ক্যাডারদের দিয়ে প্রতিপক্ষ আরিফকে হত্যা করান।
সুব্রত বাইন বর্তমানে কারাগারে এবং তাকে ১০ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে পুলিশ। মামলায় আরও অভিযুক্ত আছেন মাহফুজুর রহমান বিপু, ইয়াছিন, আসিফ, অনিক, মিরাজ, আশিক, ইফতি, মন্টু, রতন ও আলিফ। এদের মধ্যে অনেকে অস্ত্র মামলায় গ্রেফতার হয়ে পুলিশের হেফাজতে রয়েছেন।
ডিবি পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড সুব্রত বাইনকে রিমান্ডে এনে পুরো চক্র ও অস্ত্র উদ্ধারই তদন্তের মূল লক্ষ্য।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.