যুথীকে বাঁচাতে আর কি করবে আওয়ামী লীগ’

নিজস্ব প্রতিবেদক: যুবলীগ চেয়ারম্যান পরশের স্ত্রী নাহিদ সুলতানা যুথী এখনও আইনের চোখে পলাতক রয়েছেন। তিনি হাইকোর্টের একটি বেঞ্চে জামিনের জন্য আবেদন করেছিলেন। কিন্তু হাইকোর্টের ওই বেঞ্চ তার জামিনের আবেদন শুনতে অপারগতা প্রকাশ করে। এরপর আজ একটি পৃথক বেঞ্চ গঠন করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তার জামিনের শুনানি নিষ্পত্তি হয়নি।

যুথীর বিরুদ্ধে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভাঙচুর করা, নির্বাচন কমিশনের সদস্যদেরকে হুমকি দেওয়া সহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে। এই মামলায় অন্য আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ করে সম্পাদক পদে বিএনপি সমর্থক প্রার্থী কাজলকে গ্রেপ্তার করে রিমান্ডেও আনা হয়েছে। কিন্তু নাহিদ সুলতানা যুথীকে গ্রেপ্তার করা হয়নি। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তার বাসায় অভিযান চালানো হয়েছিল কিন্তু তাকে বাসায় পাওয়া যায়নি।

যুথীর এই ঘটনার প্রায় ১০ দিন পর যুবলীগের চেয়ারম্যান পরশ এক ভিডিও বার্তা দিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ঘটনার নিন্দা করেছেন এবং যুবলীগের কেউ যদি এর সঙ্গে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। তবে তার এই বক্তব্যও দায়সারা এবং পাশ কাটানো বলে মন্তব্য করা হয়েছে।

আইন যে সবার জন্য সমান নয় এবং যুথীকে যে বাঁচানোর জন্য চেষ্টা করা হচ্ছে তা নিয়ে সুপ্রিম কোর্টের মধ্যে সর্বক্ষণই আলোচনা হচ্ছে’। এমনকি আওয়ামী লীগের অনেক গুরুত্বপূর্ণ আইনজীবীরাও যুথীকে এ ভাবে প্রশ্রয় দেওয়ার তীব্র সমালোচনা করেছেন এবং এতে সরকারের বদনাম হচ্ছে বলে তারা উল্লেখ করছেন।

নাহিদ সুলতানা যুথী ভার কেন আওয়ামী লীগ গ্রহণ করেছে সেই নিয়েও প্রশ্ন উঠেছে। এখন আওয়ামী লীগের বিভিন্ন মহল নাহিদ সুলতানা যুথীকে বাঁচানোর জন্য এই মামলাটির আপোষ সমঝোতার চেষ্টা করছে। আওয়ামী লীগের কোনো কোনো মহল বলছে, সুপ্রিমকোর্টের এই পরিবেশ থাকা উচিত নয়। এটি নিয়ে একটি সমঝোতা করা দরকার এবং এ জন্য বিএনপিপন্থী আইনজীবীদের সঙ্গে তারা একটি আলাপ আলোচনার মাধ্যমে এই বিষয়টিকে মিটমাট করে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

তবে বিএনপির পক্ষ থেকে নতুন নির্বাচনের দাবি করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের ঘটনার নির্মোহ তদন্তেরও দাবি করা হয়েছে। তারা বলছে, এক যাত্রায় দুই ফল কেন হবে, সেটিও সরকারকে বলতে হবে। কারণ একই মামলায় প্রধান আসামি বাইরে থাকবেন আর দ্বিতীয় বা তৃতীয় আসামিরা কারাগারে কারাভোগ করবেন এটা কিভাবে সম্ভব’?

বিভিন্ন মহল মনে করছেন, নাহিদ সুলতানা যুথীর জন্য নয়। বরং পরশের কারণেই যুথীর প্রতি সহানুভূতি দেখানো হচ্ছে। পরশ কেবল যুবলীগের চেয়ারম্যান নন, তিনি শেখ ফজলুল হক মনির জ্যেষ্ঠপুত্র বটে। আর এ কারণেই বিষয়টি আওয়ামী লীগের জন্য স্পর্শকাতর।

আওয়ামী লীগের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, এটি যদি যুথী না হয়ে অন্য কোন আওয়ামী লীগের নেতার স্ত্রী হতেন, তাহলে এতক্ষণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি তামিল করা হত। কারণ বিষয়টি এতদূর গড়িয়েছিল যে, প্রধানমন্ত্রী নিজে বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে ছিলেন। তার প্রতিক্রিয়ার পরই যুথীকে গ্রেপ্তারের জন্য দায়সারা অভিযান পরিচালনা করা হয়েছিল। এখন বিষয়টি একটি নাজুক পরিস্থিতির মোড় নিয়েছে। মামলায় জামিন না নিয়েও যুথী এখনও বাইরে রয়েছেন। এটি যেমন সরকারের জন্য একটি অস্বস্তিকর বিষয় আবার এই মামলা যদি চলতে থাকে তাহলেও সেটাও সরকারের জন্য একটি অস্বস্তিকর বিষয়। এরকম অস্বস্তির ফলে জনগণের কাছে সরকারের ভাবমূর্তি নষ্ট হতে পারে বলে অনেকে মনে করছেন। আর এই রকম বাস্তবতায় শেষ পর্যন্ত যদি মামলা প্রত্যাহার না করা হয় এবং সমঝোতা না করা হয় তাহলে যুথীকে কতদিন বাইরে রাখা যাবে সেটিও একটি বড় প্রশ্ন। সেক্ষেত্রে যুথীর দায়ভার আওয়ামী লীগেই বহন করতে হবে। আওয়ামী লীগ যুথীর ভার আর কত বহন করবে সেই প্রশ্ন এখন আওয়ামী লীগের মধ্যে দেখা দিয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শেখ মুজিবের ভাস্কর্য উধাও

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক’ থেকে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের খোঁজ পাওয়া যাচ্ছে না। জানা যায়, ভাস্কর্যটি ১৫-২০ কেজি তামা দিয়ে তৈরি করা

ফেন্সিডিলসহ সেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাফিজুল আসিফ শাওনকে (৩২) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার (১৪ মার্চ) রাত ১১টার দিকে পৌর শহরের জগন্নাথ পাড়া

মাঝ আকাশে ঘুমিয়ে পড়েন দুই পাইলট, এরপর….

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার একটি উড়োজাহাজের দুই পাইলট মাঝ আকাশে ঘুমিয়ে পড়ার পর বাটিক এয়ারের বিরুদ্ধে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় বিমান সংস্থা। উড়োজাহাজের যাত্রী

মসজিদ থেকে ৫ লাখ টাকা লুট, সমন্বয়ক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নির্মাণাধীন মডেল মসজিদের ক্যাম্পাসে হামলা, ভাঙচুর, মারধর এবং সেখান থেকে ৫ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে পিরোজপুর সদরে। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

সৌদি আরবে ২৫ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে ২৫ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। শনিবার (২২ মার্চ) সৌদির স্বরাষ্ট্র

ছেলেকে নিয়ে ‘মা’ দেখবেন পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। তার অভিনীত অরণ্য আনোয়ার পরিচালিত সিনেমা ‘মা’ দেশের প্রেক্ষাগৃহে শুক্রবার (২৬ মে) মুক্তি পেয়েছে। এতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি।