আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক নৈশভোজে ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন। তিনি বলেন, “পাকিস্তান যদি অস্তিত্বের সংকটে পড়ে, তবে আমরা অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ডুবব।” ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মাটিতে বসে তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে এটি প্রথমবার কোনো রাষ্ট্রের শীর্ষ সেনা কর্মকর্তার পরমাণু হুমকি।
ফ্লোরিডার টাম্পায় পাকিস্তানি ব্যবসায়ী আদনান আসাদের আয়োজনে গ্র্যান্ড হায়াত হোটেলে অনুষ্ঠিত নৈশভোজে আসিম মুনির এ মন্তব্য করেন। অনুষ্ঠানে অতিথিদের মোবাইল ফোন ও অন্য কোনো ডিজিটাল ডিভাইস আনার অনুমতি ছিল না। দ্য প্রিন্ট জানিয়েছে, কয়েকজন উপস্থিত অতিথির বক্তব্যের ভিত্তিতেই সংবাদটি প্রস্তুত করা হয়েছে।
আসিম মুনির যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বিদায়ী কমান্ডার জেনারেল মাইকেল কুরিল্লার বিদায় অনুষ্ঠানে যোগ দিতে। তাঁর সম্মানে আয়োজিত নৈশভোজে প্রায় ১২০ জন ফ্লোরিডাভিত্তিক পাকিস্তানি প্রবাসী উপস্থিত ছিলেন। সেখানে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একজন প্রতিনিধিও অংশ নেন। সফরের সময় মুনিরকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়—যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টকে এখনো আমন্ত্রণ জানানো হয়নি।
অনুষ্ঠানের শুরুতে কোরআনের সুরা আস-সাফের ৪ নম্বর আয়াত তিলাওয়াত করা হয়। এই আয়াতের ভিত্তিতেই পাকিস্তান সম্প্রতি ভারতের বিরুদ্ধে চার দিনের সামরিক অভিযানের নাম দিয়েছিল ‘বুনিয়ানুম মারসুস’ বা সিসা ঢালা প্রাচীর।
পরমাণু হুমকির পাশাপাশি মুনির সিন্ধু পানি চুক্তি নিয়েও সতর্কবার্তা দেন। পেহেলগাম হামলার পর ভারত এই চুক্তি স্থগিত করার প্রেক্ষিতে তিনি বলেন, “ভারত যদি চুক্তি বাতিল করে বাঁধ নির্মাণ করে, তাহলে পাকিস্তান ১০টি ক্ষেপণাস্ত্র দিয়ে তা ধ্বংস করবে। আমাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের কোনো অভাব নেই, আলহামদুলিল্লাহ।”
তিনি ভারতের যুদ্ধক্ষয়ক্ষতির তথ্য প্রকাশে অনীহা নিয়েও কটাক্ষ করেন এবং বলেন, “ভারতীয়দের উচিত তাদের পরাজয় স্বীকার করা।” ভারতের সঙ্গে তুলনায় তিনি বলেন, “ভারত একটি চকচকে মার্সিডিজ, আর আমরা পাথরে বোঝাই একটি ডাম্প ট্রাক। ধাক্কা লাগলে কার ক্ষতি বেশি হবে, তা ভাবুন।”
রাজনীতিতে সেনাবাহিনীর সম্পৃক্ততার পক্ষে অবস্থান নিয়ে মুনির বলেন, “যুদ্ধ যেমন শুধু জেনারেলদের বিষয় নয়, রাজনীতিও কেবল রাজনীতিবিদদের জন্য নয়।” ধর্মীয় প্রসঙ্গে তিনি দাবি করেন, মদিনার পর পাকিস্তানই একমাত্র রাষ্ট্র যা ‘কালিমাহ’র ভিত্তিতে প্রতিষ্ঠিত। তাঁর মতে, আল্লাহ পাকিস্তানকে বিরল ধাতু, খনিজ ও জ্বালানি সম্পদে সমৃদ্ধ করবেন।
ভারত-যুক্তরাষ্ট্র কূটনৈতিক উত্তেজনা প্রসঙ্গে মজা করে মুনির বলেন, “প্রতিদ্বন্দ্বী শক্তির সঙ্গে ভারসাম্য রক্ষায় পাকিস্তান মাস্টারক্লাস নিতে পারে।” তিনি আরও উল্লেখ করেন, পাকিস্তানই ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছিল।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.