যুক্তরাষ্ট্রে ভারতের বিরুদ্ধে পরমাণু হুমকি পাকিস্তান সেনাপ্রধানের

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক নৈশভোজে ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন। তিনি বলেন, “পাকিস্তান যদি অস্তিত্বের সংকটে পড়ে, তবে আমরা অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ডুবব।” ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মাটিতে বসে তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে এটি প্রথমবার কোনো রাষ্ট্রের শীর্ষ সেনা কর্মকর্তার পরমাণু হুমকি।

ফ্লোরিডার টাম্পায় পাকিস্তানি ব্যবসায়ী আদনান আসাদের আয়োজনে গ্র্যান্ড হায়াত হোটেলে অনুষ্ঠিত নৈশভোজে আসিম মুনির এ মন্তব্য করেন। অনুষ্ঠানে অতিথিদের মোবাইল ফোন ও অন্য কোনো ডিজিটাল ডিভাইস আনার অনুমতি ছিল না। দ্য প্রিন্ট জানিয়েছে, কয়েকজন উপস্থিত অতিথির বক্তব্যের ভিত্তিতেই সংবাদটি প্রস্তুত করা হয়েছে।

আসিম মুনির যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বিদায়ী কমান্ডার জেনারেল মাইকেল কুরিল্লার বিদায় অনুষ্ঠানে যোগ দিতে। তাঁর সম্মানে আয়োজিত নৈশভোজে প্রায় ১২০ জন ফ্লোরিডাভিত্তিক পাকিস্তানি প্রবাসী উপস্থিত ছিলেন। সেখানে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একজন প্রতিনিধিও অংশ নেন। সফরের সময় মুনিরকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়—যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টকে এখনো আমন্ত্রণ জানানো হয়নি।

অনুষ্ঠানের শুরুতে কোরআনের সুরা আস-সাফের ৪ নম্বর আয়াত তিলাওয়াত করা হয়। এই আয়াতের ভিত্তিতেই পাকিস্তান সম্প্রতি ভারতের বিরুদ্ধে চার দিনের সামরিক অভিযানের নাম দিয়েছিল ‘বুনিয়ানুম মারসুস’ বা সিসা ঢালা প্রাচীর।

পরমাণু হুমকির পাশাপাশি মুনির সিন্ধু পানি চুক্তি নিয়েও সতর্কবার্তা দেন। পেহেলগাম হামলার পর ভারত এই চুক্তি স্থগিত করার প্রেক্ষিতে তিনি বলেন, “ভারত যদি চুক্তি বাতিল করে বাঁধ নির্মাণ করে, তাহলে পাকিস্তান ১০টি ক্ষেপণাস্ত্র দিয়ে তা ধ্বংস করবে। আমাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের কোনো অভাব নেই, আলহামদুলিল্লাহ।”

তিনি ভারতের যুদ্ধক্ষয়ক্ষতির তথ্য প্রকাশে অনীহা নিয়েও কটাক্ষ করেন এবং বলেন, “ভারতীয়দের উচিত তাদের পরাজয় স্বীকার করা।” ভারতের সঙ্গে তুলনায় তিনি বলেন, “ভারত একটি চকচকে মার্সিডিজ, আর আমরা পাথরে বোঝাই একটি ডাম্প ট্রাক। ধাক্কা লাগলে কার ক্ষতি বেশি হবে, তা ভাবুন।”

রাজনীতিতে সেনাবাহিনীর সম্পৃক্ততার পক্ষে অবস্থান নিয়ে মুনির বলেন, “যুদ্ধ যেমন শুধু জেনারেলদের বিষয় নয়, রাজনীতিও কেবল রাজনীতিবিদদের জন্য নয়।” ধর্মীয় প্রসঙ্গে তিনি দাবি করেন, মদিনার পর পাকিস্তানই একমাত্র রাষ্ট্র যা ‘কালিমাহ’র ভিত্তিতে প্রতিষ্ঠিত। তাঁর মতে, আল্লাহ পাকিস্তানকে বিরল ধাতু, খনিজ ও জ্বালানি সম্পদে সমৃদ্ধ করবেন।

ভারত-যুক্তরাষ্ট্র কূটনৈতিক উত্তেজনা প্রসঙ্গে মজা করে মুনির বলেন, “প্রতিদ্বন্দ্বী শক্তির সঙ্গে ভারসাম্য রক্ষায় পাকিস্তান মাস্টারক্লাস নিতে পারে।” তিনি আরও উল্লেখ করেন, পাকিস্তানই ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছিল।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নিউইয়র্কের হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত  

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাডসন নদীতে পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন, স্পেনের

ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে লতিফ সিদ্দিকী আটক

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)

৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা আজ

ঠিকানা ডেস্ক: দেশের ৫৪তম বাজেট উত্থাপন হতে যাচ্ছে আজ সোমবার। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জাতির উদ্দেশে ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট তুলে ধরবেন। এটি হবে তার প্রথম

ফেলানী হত্যার ১৪ বছর, এখনো বিচারের আশায় পরিবার

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: সীমান্তে ফেলানী হত্যার ১৪ বছর। ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ীর উত্তর অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে নির্মমভাবে তার মৃত্যু হয়। সেদিন বাবার

মাগুরায় তিন বছরের শিশুকে খুন

মাগুরার মহম্মদপুরের বেথুলিয়া গ্রামে হিরা খাতুন নামে তিন বছরের এক কন্যা শিশুকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পারিবারিক বিরোধের জের ধরে সোমবার সন্ধ্যায় মেয়েটির চাচারা তাকে

তেঁতুলিয়া সীমান্তে পুশইনের সময় ভারতীয় নাগরিকসহ আটক ৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার পেদিয়াগঞ্জ সীমান্তে পুশইনের সময় তিনজনকে আটক করেছে বিজিবি। শনিবার সকালে পেদিয়াগঞ্জ বিওপির সদস্যরা তাদের আটক করে। তাদের একজন বাংলাদেশি ও