
অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় এ হামলা হয়। এ সময় দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারাও তার সঙ্গে ছিলেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৫টা ২৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘটনার প্রতিক্রিয়া জানান তাসনিম জারা। তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও গালিগালাজ করা হয়েছে।
তাসনিম জারা তার পোস্টে উল্লেখ করেন, এই হামলা ব্যক্তি আখতার হোসেনকে উদ্দেশ্য করে নয়, বরং তার রাজনৈতিক পরিচয়ের কারণে ঘটেছে। তিনি দাবি করেন, আখতার হোসেন যে দলের প্রতিনিধিত্ব করেন, সেই দল কর্তৃত্ববাদী কাঠামো ভাঙতে কাজ করছে।
তিনি আরও লিখেছেন, এ ঘটনা স্পষ্ট করে দিয়েছে প্রতিপক্ষের ভয় ও হতাশা কতটা গভীর। তবে এ হামলায় আখতার হোসেন দুর্বল হবেন না, বরং তার দৃঢ়তা আরও বৃদ্ধি পাবে।











