যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান হতে চলা কে এই হিন্দু ধর্মালম্বী তুলসি গ্যাবার্ড

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরবর্তী প্রধান হিসেবে তুলসি গ্যাবার্ডকে বেছে নিয়েছেন প্রেসিডেন্ট পদে সদ্য নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। চূড়ান্তভাবে নিয়োগ পেলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে জাতীয় গোয়েন্দা পরিচালক হওয়া প্রথম ‘হিন্দু নারী’। তুলসি হাওয়াইয়ের সাবেক ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান এবং একজন কট্টর ট্রাম্প সমর্থক।

কে এই তুলসি গ্যাবার্ড?

আমেরিকান সামোয়ায় জন্মগ্রহণ করা ৪৩ বছর বয়সী তুলসি গ্যাবার্ড হাওয়াইয়ের চারবারের কংগ্রেস সদস্য, ডেমোক্র্যাটদের ২০২০ সালের প্রেসিডেন্ট প্রার্থী। তিনি দেশটির সেনাবাহিনীর রিজার্ভ ফোর্সের লেফটেন্যান্ট কর্নেল। দুই দশকের বেশি সময় ধরে মার্কিন সামরিক বাহিনীতে ছিলেন তুলসি। তিনি কুয়েত ও ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন। সামরিক ক্যারিয়ারের পর, প্রথমে ডেমোক্র্যাটিক পার্টিতে যোগ দেন , তবে পরবর্তীতে রিপাবলিকান পার্টিতে যোগ দিয়ে সেখানে সক্রিয় রাজনীতি শুরু করেন। তুলসির এই দলবদলের ঘটনা কিন্তু মিলে যায় তার বাবার দল বদলের ঘটনার সাথে। তার বাবা মাইক গ্যাবার্ড রিপাবলিকান পার্টি থেকে পরবর্তীতে যোগ দেন ডেমোক্র্যাটিক পার্টিতে।

তুলসি গ্যাবার্ড বিয়ে করেছেন আব্রাহাম উইলিয়ামস নামের একজন সিনেমাটোগ্রাফারকে। হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, নামের কারণে তাকে অনেকেই ভারতীয় বলে মনে করেন। তবে ভারতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তার মা হিন্দু ধর্মে দীক্ষিত এবং তার সমস্ত সন্তানের জন্য হিন্দু নাম রেখেছিলেন। তুলসি নিজেও নিজেকে একজন হিন্দু হিসেবে পরিচয় দেন। মার্কিন কংগ্রেসে তিনি প্রথমবার শপথ নেয়ার সময় ভগবত গীতা হাতে শপথ নেন।

গ্যাবার্ড ২০২০ সালের ১১৭ তম কংগ্রেসে পুনঃনির্বাচনের প্রার্থী হননি। তবে ২০২২ সালে তিনি ডেমোক্রেটিক পার্টি ত্যাগ করেন এবং অভিযোগ করেন, পার্টি ‘একটি অভিজাত যুদ্ধে আগ্রহী গোষ্ঠী’। এরপর গ্যাবার্ড ২০২২ সালে রিপাবলিকান পার্টিতে যোগ দেন এবং ডোনাল্ড ট্রাম্পের শিবিরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে সমর্থন জানান এবং রবার্ট এফ কেনেডি জুনিয়রের সঙ্গে নির্বাচনী প্রচার শুরু করেন।’

তুলসি তার মস্কোর প্রতি সহানুভূতিশীল যুদ্ধবিরোধী দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত। তবে ট্রাম্পের গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে তুলসিকে বেছে নেওয়া অস্বাভাবিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে তিনি ১৮টি গুপ্তচর সংস্থার নেতৃত্ব দেবেন এবং ৭৬ বিলিয়ন ডলারের বাজেট তদারকি করবেন।

যাহোক, রিপাবলিকান পার্টিতে যোগ দেওয়ার পর অল্প সময়ে তুলসি গ্যাবার্ড যে ট্রাম্পের আস্থাভাজন হয়েছেন, তাঁকে গোয়েন্দা পরিচালক পদে বেছে নেওয়া থেকেই বোঝা যায়। গত সোমবার এক সাক্ষাৎকারে তিনি বলছিলেন, ট্রাম্প প্রশাসনে কাজ করাটা তাঁর জন্য সম্মানজনক হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ ও পরমাণু যুদ্ধ ঠেকাতে তিনি যদি কোনো সহযোগিতা করতে পারেন, তাহলে অবশ্যই করবেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজশাহী জেলা রোভারের ১৩ তম ত্রৈবার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক: “পৃথিবীকে যেমন পেয়েছো, তার চেয়ে সুন্দর করে রেখে যেতে চেষ্টা করো” অঙ্গিকার কে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস, রাজশাহী জেলা রোভারের ১৩ তম ত্রৈবার্ষিক কাউন্সিল

জাহাজে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে সম্মত সৌদি

ঠিকানা টিভি ডট প্রেস: সমুদ্রপথে বাংলাদেশ থেকে জাহাজে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে সম্মতি প্রকাশ করেছে সৌদি সরকার। সৌদি আরবের জেদ্দায় রবিবার (৬ অক্টোবর) ধর্মবিষয়ক উপদেষ্টা আ

বিশেষ ঘোষণা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন 

অনলাইন ডেস্ক: বিশিষ্ট প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন আজ তাঁর এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিশেষ ঘোষণা দিয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি), এক ফেসবুক পোস্টের মাধ্যমে ইলিয়াস এই ঘোষণা

প্রথম বাংলাদেশি হিসেবে এপিআর গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড পেলেন স্কাউটার সায়েদ বাসিত

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: ওয়ার্ল্ড স্কাউটসের এশিয়া প্যাসিফিক রিজিওনের (এপিআর) গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড অর্জন করেছেন বাংলাদেশ স্কাউটসের মোহাম্মদ সায়েদ বাসিত। তিনিই প্রথম বাংলাদেশ স্কাউটসের সদস্যে এপিআর গ্যালান্ট্রি

পৌর মেয়রের আপত্তিকর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: নীলফামারীর সৈয়দপুর পৌর মেয়র রাফিয়া জাহান বেবির কয়েকটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বিব্রত। তবে এর

রোববার গণভবনে স্বতন্ত্র এমপিদের ডেকেছেন প্রধানমন্ত্রী’

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে জিতে আসা ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যকে আগামী রোববার গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৪ জানুয়ারি’) ফরিদপুর-৩