যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান হতে চলা কে এই হিন্দু ধর্মালম্বী তুলসি গ্যাবার্ড

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরবর্তী প্রধান হিসেবে তুলসি গ্যাবার্ডকে বেছে নিয়েছেন প্রেসিডেন্ট পদে সদ্য নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। চূড়ান্তভাবে নিয়োগ পেলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে জাতীয় গোয়েন্দা পরিচালক হওয়া প্রথম ‘হিন্দু নারী’। তুলসি হাওয়াইয়ের সাবেক ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান এবং একজন কট্টর ট্রাম্প সমর্থক।

কে এই তুলসি গ্যাবার্ড?

আমেরিকান সামোয়ায় জন্মগ্রহণ করা ৪৩ বছর বয়সী তুলসি গ্যাবার্ড হাওয়াইয়ের চারবারের কংগ্রেস সদস্য, ডেমোক্র্যাটদের ২০২০ সালের প্রেসিডেন্ট প্রার্থী। তিনি দেশটির সেনাবাহিনীর রিজার্ভ ফোর্সের লেফটেন্যান্ট কর্নেল। দুই দশকের বেশি সময় ধরে মার্কিন সামরিক বাহিনীতে ছিলেন তুলসি। তিনি কুয়েত ও ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন। সামরিক ক্যারিয়ারের পর, প্রথমে ডেমোক্র্যাটিক পার্টিতে যোগ দেন , তবে পরবর্তীতে রিপাবলিকান পার্টিতে যোগ দিয়ে সেখানে সক্রিয় রাজনীতি শুরু করেন। তুলসির এই দলবদলের ঘটনা কিন্তু মিলে যায় তার বাবার দল বদলের ঘটনার সাথে। তার বাবা মাইক গ্যাবার্ড রিপাবলিকান পার্টি থেকে পরবর্তীতে যোগ দেন ডেমোক্র্যাটিক পার্টিতে।

তুলসি গ্যাবার্ড বিয়ে করেছেন আব্রাহাম উইলিয়ামস নামের একজন সিনেমাটোগ্রাফারকে। হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, নামের কারণে তাকে অনেকেই ভারতীয় বলে মনে করেন। তবে ভারতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তার মা হিন্দু ধর্মে দীক্ষিত এবং তার সমস্ত সন্তানের জন্য হিন্দু নাম রেখেছিলেন। তুলসি নিজেও নিজেকে একজন হিন্দু হিসেবে পরিচয় দেন। মার্কিন কংগ্রেসে তিনি প্রথমবার শপথ নেয়ার সময় ভগবত গীতা হাতে শপথ নেন।

গ্যাবার্ড ২০২০ সালের ১১৭ তম কংগ্রেসে পুনঃনির্বাচনের প্রার্থী হননি। তবে ২০২২ সালে তিনি ডেমোক্রেটিক পার্টি ত্যাগ করেন এবং অভিযোগ করেন, পার্টি ‘একটি অভিজাত যুদ্ধে আগ্রহী গোষ্ঠী’। এরপর গ্যাবার্ড ২০২২ সালে রিপাবলিকান পার্টিতে যোগ দেন এবং ডোনাল্ড ট্রাম্পের শিবিরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে সমর্থন জানান এবং রবার্ট এফ কেনেডি জুনিয়রের সঙ্গে নির্বাচনী প্রচার শুরু করেন।’

তুলসি তার মস্কোর প্রতি সহানুভূতিশীল যুদ্ধবিরোধী দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত। তবে ট্রাম্পের গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে তুলসিকে বেছে নেওয়া অস্বাভাবিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে তিনি ১৮টি গুপ্তচর সংস্থার নেতৃত্ব দেবেন এবং ৭৬ বিলিয়ন ডলারের বাজেট তদারকি করবেন।

যাহোক, রিপাবলিকান পার্টিতে যোগ দেওয়ার পর অল্প সময়ে তুলসি গ্যাবার্ড যে ট্রাম্পের আস্থাভাজন হয়েছেন, তাঁকে গোয়েন্দা পরিচালক পদে বেছে নেওয়া থেকেই বোঝা যায়। গত সোমবার এক সাক্ষাৎকারে তিনি বলছিলেন, ট্রাম্প প্রশাসনে কাজ করাটা তাঁর জন্য সম্মানজনক হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ ও পরমাণু যুদ্ধ ঠেকাতে তিনি যদি কোনো সহযোগিতা করতে পারেন, তাহলে অবশ্যই করবেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মাঠ ছাড়তে নারাজ এমপি-মন্ত্রীর স্বজনরা’

ঠিকানা টিভি ডট প্রেস: প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনার পরও উপজেলা নির্বাচনের মাঠ থেকে এখনই সরতে রাজি নন স্থানীয় এমপি-মন্ত্রীর স্বজনরা। নানা কৌশলে ভোটের মাঠে থাকার চেষ্টা

আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িবহরে হামলা

প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তাঁকে বহনকারী গাড়ির ওপর হামলা হয়েছে। আজ

সীমান্তে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর পোরশায় সীমান্ত থেকে দুই বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নিতপুর সীমান্তের শিতলীঘাট এলাকার

এনায়েতপুরে ধারালো অস্ত্রের আঘাতে শাশুড়িকে হত্যা,আটক ১

মুক্তার হাসান,চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার উত্তর নওহাটা গ্রামের মনোয়ারা বেগম (৬০) কে বুধবার রাতে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে তার ভাতিজির

ড.ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা বানাচ্ছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলন এখন নতুন রূপ গ্রহণ করেছে। বিশেষ করে গতকাল দ্রোহের পদযাত্রার মাধ্যমে কোটা আন্দোলন আর শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে নেই। বিভিন্ন শ্রেণি পেশার

ফারাক্কার ১০৯ গেট খুললেও বন্যার সম্ভাবনা নেই

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এখনও বন্যার কোনো পূর্বাভাস নেই বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান। তিনি জানান, ভারত ফারাক্কার ১০৯টি