যুক্তরাষ্ট্রের ইউটার্ন: ‘’স্মার্ট বাংলাদেশ’’ বিনির্মাণে শরিক হতে আগ্রহ প্রকাশ’

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের পর যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে পারে, ভিসা নিষেধাজ্ঞা সহ অর্থনৈতিক নিষেধাজ্ঞাও আসতে পারে বলে বিভিন্ন মহলে আলোচনা ছিল। বিশেষ করে নির্বাচনের আগে আগে পিটার হাসের তৎপরতা তেমনই আশঙ্কার জন্ম দিয়েছিল কোনো কোনো মহলে। এছাড়াও নতুন সরকারের স্বীকৃতির বিষয়টিও বিভিন্ন ভাবে আলোচিত ছিল। শেষ পর্যন্ত হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র নতুন সরকারকে স্বীকৃতি দিবে না এমনটাই ধারণা ছিল অনেকের মধ্যে। কিন্তু এখন পর্যন্ত তেমন কিছুই হয়নি। গত ১১ জানুয়ারি নতুন মন্ত্রিসভায় শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। শপথ অনুষ্ঠানে উপস্থিত থেকে টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় তিনি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। নতুন সরকারের সঙ্গে এক সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করে এরই মধ্যে বার্তাও দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই ধারাবাহিকতায় নতুন সরকারকে সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি’) সচিবালয়ে উপস্থিত হন পিটার হাস।

সকালে সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

জানা গেছে, স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশের গড়ার যে রূপকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন, সেটা বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র কীভাবে কাজ করবে, তা নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেন পিটার হাস। এছাড়া বাণিজ্যিক সম্পর্ক এবং সম্ভাবনার সম্পর্ককে আরও বেশি সম্প্রসারিত করতে আগ্রহী দেশটি।

এ ব্যাপারে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকে বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুক্তরাষ্ট্র থেকে কী ধরনের সহযোগিতা পেতে পারি এবং এক সঙ্গে কীভাবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, রপ্তানি ও বিনিয়োগ বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আমরা কথা বলেছি।’

প্রতিমন্ত্রী বলেন, আমাদের স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোতে আমেরিকার প্রচুর বিনিয়োগ রয়েছে। গত পাঁচ বছরে এ খাতে ২৮ মিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে। আবার বাংলাদেশে এখন ওরাকল, মাইক্রোসফটসহ বেশ কিছু আইটি কোম্পানি কাজ করছে। আরও অনেক কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আকর্ষণ করতে চাই। সর্বশেষ সাইবার সিকিউরিটি নিয়ে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় প্রয়োজন, সেগুলো নিয়ে কথা হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রথম ধাপে ১৫২ উপজেলায় নির্বাচন’ ৮ মে

নিজস্ব প্রতিবেদক: আগামী ৮ মে প্রথম ধাপে ১৫২টি উপজেলায় অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। আর মনোনয়নপত্র জমার শেষ দিন ১৫ এপ্রিল। বৃহস্পতিবার (২১

কারাবাস থেকে ৩২ বছর পর মুক্ত শাহজাহান, বিয়ে করে ফের মামলা’

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধুর খুনি ও একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি কার্যকর করা শাহজাহান ভূঁইয়া জল্লাদ হিসেবে সংবাদের শিরোনাম হয়েছিলেন। গত বছর কারাগার থেকে মুক্তি পাওয়ার পরও

এক দশক পর যে উদ্দেশ্যে পাকিস্তান যাচ্ছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: প্রায় এক দশক পর পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতীয় কোনো পররাষ্ট্রমন্ত্রী। চলতি অক্টোবরের মাঝামাঝিই হতে পারে ‘বিরল’ এই সফর। আন্তঃসরকার সংস্থা সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনে

শাহজাদপুরে ১৬৩তম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন 

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর শহরের দ্বারিয়াপুরে অবস্থিত কবির জমিদারি তদারকির কাছারিবাড়ি অঙ্গণে ৮মে ২৫শে বৈশাখ বুধবার

‘কারা আসতে পারেন বিএনপির স্থায়ী কমিটিতে’

নিজস্ব প্রতিবেদক: যেকোনো সময় বিএনপির স্থায়ী কমিটি সম্প্রসারিত হতে পারে। স্থায়ী কমিটির পাঁচটি শূন্য পদে আনা হতে পারে যারা মাঠে আন্দোলন করছেন এবং দলের জন্য

লন্ডনে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে গনধলাইয়ের চেষ্টা, ছেঁড়া হলো ভারতের পতাকা

অনলাইন ডেস্ক: লন্ডনে সফরে গিয়ে হামলার মুখে পড়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। চ্যাথাম হাউসে এক আলোচনা সভা শেষে গাড়িতে ওঠার সময় তার ওপর হামলার চেষ্টা