অনলাইন ডেস্ক: বিশ্ব রাজনীতিতে সাম্প্রতিক সময়ে কিছুটা চাপে রয়েছে ভারত। ডোনাল্ড ট্রাম্পসহ পূর্বের কিছু আন্তর্জাতিক মিত্রের সমর্থন কমে গেছে। রাশিয়া থেকে তেল আমদানির কারণে যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশের সমালোচনার মুখে পড়েছে দেশটি। এবার যুক্তরাজ্যও নিল কঠোর সিদ্ধান্ত, যা সরাসরি প্রভাব ফেলবে ব্রিটেনে বসবাসরত ভারতীয় নাগরিকদের ওপর।
ব্রিটিশ সরকারের বিদ্যমান নীতিমালায় বলা হয়েছে, কিছু নির্দিষ্ট দেশের নাগরিকরা যুক্তরাজ্যে অপরাধে দোষী সাব্যস্ত হলে, আপিল শুনানির আগেই তাদের নিজ দেশে নির্বাসন দেওয়া হবে। সম্প্রতি সেই তালিকায় ভারতকে যুক্ত করেছে ব্রিটেনের স্বরাষ্ট্র দপ্তর।
এই তালিকায় মোট ১৫টি দেশ রয়েছে। তবে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ও পাকিস্তান এতে অন্তর্ভুক্ত নয়। ফলে এসব দেশের নাগরিকেরা এ নিয়মের আওতামুক্ত থাকবেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, "বহিষ্কার, পরে আপিল" প্রকল্পে নতুন দেশ যুক্ত হওয়ায় যুক্তরাজ্য আরও বেশি সংখ্যক বিদেশি অপরাধীকে আপিল শুনানির আগেই প্রত্যাবাসন করতে পারবে। সরকার বলছে, এই নীতি গ্রহণের লক্ষ্য হলো দেশের কারাগারের ওপর চাপ কমানো এবং অপরাধ সম্পর্কে জনসাধারণের উদ্বেগ প্রশমিত করা।
স্বরাষ্ট্র দপ্তরের নীতিমালা অনুযায়ী, কোনো ভারতীয় নাগরিক ব্রিটেনে অপরাধে দোষী সাব্যস্ত হলে প্রথমেই তাকে নির্বাসিত করা হবে। আপিল শুনানির আগেই এ আদেশ কার্যকর হবে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.