
নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিষয়ে নিজের মতামত তুলে ধরেন। কখনো তা সমসাময়িক ঘটনা নিয়ে, কখনো নিতান্তই ব্যক্তিগত। সবশেষ ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমাকে যারা ভালবাসে তাদের অধিকাংশই আমার লেখা পড়েছে। যারা ঘৃণা করে তাদের অধিকাংশই আমার লেখা পড়েনি।’
বুধবার (১৯ জুলাই) রাতে ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এই দাবি করেন তিনি।
সবশেষ তসলিমা নাসরিন উল্লেখ করেন, ‘যারা ভালবাসে তাদের অধিকাংশই আমার লেখা পড়েছে। যারা ঘৃণা করে তাদের অধিকাংশই আমার লেখা পড়েনি।