চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে সাড়ে ১০ বছর ধরে পালাতক ছিলেন দর্শনার সাইদুর রহমান সাবদার। অবশেষে আদালতে আত্মসমর্পণ করে ঠাঁই হয়েছে জেল হাজতে।
আদালত সুত্রে জানা গেছে, বুধবার (১৩ আগস্ট) দুপুরে তিনি চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। পরে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
সাইদুর রহমান সবদার চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার দক্ষিণচাঁদপুরের আহসান আলি আসানের ছেলে।
জানা যায়, জুয়ার টাকার বিরোধকে কেন্দ্র করে ২০০৮ সালের ১১ ডিসেম্বর দুপুরে একই এলাকার নাসিরকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করেন সাইদুরসহ তার লোকজন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে চারজনকে আসামী করে দামুড়হুদা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানী ও স্বাক্ষ গ্রহণ শেষে ২০১৫ সালের ১০ মার্চ তৎকালিন জেলা ও দায়রা জজ বিপ্লব গোস্বামী ৪ জন আসামির মধ্য ২ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। একইসাথে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ২ বছরের কারাদন্ড প্রদান করেন। এছাড়া দুইজনকে বেকসুর খালাস প্রদান করেন।
আদালতের রায় ঘোষণার পর থেকেই পপাতক ছিলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাইদুর রহমান সাবদার।
তবে সাড়ে ১০ বছর পর আজ বুধবার সাইদুর চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আল-আমিন মাতুব্বরের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.