
নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছায় এক ইউপি সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ইউপি সদস্য তালিমুল ইসলাম খাঁন (৩৮) মারা গেছেন। সোমবার রাত ১২টার দিকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বর্তমানে সেখানে তার দগ্ধ স্ত্রী মুক্তা বেগম (৩২) ও ছেলে মেহেমিদ খাঁন (৩) চিকিৎসাধীন আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই গ্রামের বাসিন্দা শাহেদুর রহমান শিপলু। তিনি বলেন, রাত ১২টার দিকে তালিমুল মারা যায়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করবে হাসপাতাল কর্তৃপক্ষ।
এর আগে গত বুধবার রাত ২টার দিকে উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের কাগমারি গ্রামে মেম্বার তালিমুলের বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, ঘরের বাইরে থেকে দরজা আটকে দিয়ে জানালা দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এ সময় দগ্ধ হন-ইউপি সদস্য তালিমুল ইসলাম খাঁন, তার স্ত্রী মুক্তা বেগম, ছেলে মেহেমিদ খাঁন। তাদের বাঁচাতে গিয়ে আহত হন তালিমুলের ছোট ভাই ওবায়দুল খাঁন (৩৪)।
দগ্ধ তালিমুলের ছোটভাই ওবায়দুল জানান, স্ত্রী-সন্তানের সঙ্গে রাতে ঘরেই ঘুমিয়ে ছিল তালিমুল। রাত ২টার দিকে তাদের ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। ঘরের দরজার বাইরের শিটকিনি লোহার তার দিয়ে আটকানো ছিল। পরে ঘরের দরজা ভেঙে সবাইকে বের করা হয়। তাদের প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ভোরে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, ঘরের মধ্যে কোনো রাসায়নিক দ্রব্য দিয়ে আগুন জ্বালানো হয়েছিল। পুরো ঘরে আগুন জ্বলছিল, সঙ্গে বিকট গন্ধে দম বন্ধ হয়ে আসছিল। চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, আহত তিনজনের শরীরের দুই-তৃতীয়াংশ পুড়ে গেছে। তাদের অবস্থা সংকটাপন্ন।
ওবায়দুলের স্ত্রী রুমা বেগম জানান, রাত ২টার দিকে আগুন ও চিল্লাচিল্লি শুনতে পান। জানালা খোলা থাকায় সম্ভবত পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, কাগমারি গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা হয়েছে। আসামি চিহ্নিতকরণ করে আইনের আওতায় আনা হবে।’