যশোর ঝিকরগাছায় ঘরের দরজা আটকে আগুন, দগ্ধ ইউপি সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছায় এক ইউপি সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ইউপি সদস্য তালিমুল ইসলাম খাঁন (৩৮) মারা গেছেন। সোমবার রাত ১২টার দিকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বর্তমানে সেখানে তার দগ্ধ স্ত্রী মুক্তা বেগম (৩২) ও ছেলে মেহেমিদ খাঁন (৩) চিকিৎসাধীন আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই গ্রামের বাসিন্দা শাহেদুর রহমান শিপলু। তিনি বলেন, রাত ১২টার দিকে তালিমুল মারা যায়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করবে হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে গত বুধবার রাত ২টার দিকে উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের কাগমারি গ্রামে মেম্বার তালিমুলের বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, ঘরের বাইরে থেকে দরজা আটকে দিয়ে জানালা দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এ সময় দগ্ধ হন-ইউপি সদস্য তালিমুল ইসলাম খাঁন, তার স্ত্রী মুক্তা বেগম, ছেলে মেহেমিদ খাঁন। তাদের বাঁচাতে গিয়ে আহত হন তালিমুলের ছোট ভাই ওবায়দুল খাঁন (৩৪)।

দগ্ধ তালিমুলের ছোটভাই ওবায়দুল জানান, স্ত্রী-সন্তানের সঙ্গে রাতে ঘরেই ঘুমিয়ে ছিল তালিমুল। রাত ২টার দিকে তাদের ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। ঘরের দরজার বাইরের শিটকিনি লোহার তার দিয়ে আটকানো ছিল। পরে ঘরের দরজা ভেঙে সবাইকে বের করা হয়। তাদের প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ভোরে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও জানান, ঘরের মধ্যে কোনো রাসায়নিক দ্রব্য দিয়ে আগুন জ্বালানো হয়েছিল। পুরো ঘরে আগুন জ্বলছিল, সঙ্গে বিকট গন্ধে দম বন্ধ হয়ে আসছিল। চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, আহত তিনজনের শরীরের দুই-তৃতীয়াংশ পুড়ে গেছে। তাদের অবস্থা সংকটাপন্ন।

ওবায়দুলের স্ত্রী রুমা বেগম জানান, রাত ২টার দিকে আগুন ও চিল্লাচিল্লি শুনতে পান। জানালা খোলা থাকায় সম্ভবত পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, কাগমারি গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা হয়েছে। আসামি চিহ্নিতকরণ করে আইনের আওতায় আনা হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জালে আটকা সোনালী অজগর বাঁশখালী ইকোপার্কে অবমুক্ত

স্টাফ রিপোর্টার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের সাহেবের হাট থেকে পূর্বে প্রায় এক কিলোমিটার দূরে কৃষকের ফসলী জমির ঘের জালে আটকা ১০-১২ ফুট লম্বা একটি

বাংলাদেশেও বড় মাত্রার ভূমিকম্পের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার ও থাইল্যান্ডের মত বাংলাদেশেও একই মাত্রার ভূমিকম্প হওয়ার শঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শনিবার (২৯ মার্চ), ফায়ার

দুই-এক দিনের মধ্যে সুখবর আসছে, বৈঠক শেষে জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক: দেশবাসী আগামী দু-এক দিনের মধ্যে সুখবর পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের

পুতুলের সূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতি সুবিধা বাতিল

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর অব্যাহতি সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পাশাপাশি সূচনা ফাউন্ডেশনের অনুদানেও কর

বরখাস্ত হলেন ইসলামী ব্যাংকের ৮ শীর্ষ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংকের শীর্ষস্থানীয় আটজন কর্মকর্তাকে বরখাস্ত করেছে ব্যাংকটি। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এস আলম গ্রুপের মালিকানাধীন ব্যাংকটির অন্যান্য কর্মকর্তাদের

কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের এমপি প্রার্থী মুফতি আমীর হামজা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী হিসেবে মুফতি আমীর হামজার নাম ঘোষণা করা হয়েছে। রবিবার (২৫ মে) বিকাল ৪টায় কুষ্টিয়ার আব্দুল