
জেমস আব্দুর রহিম রানা: যশোরের চুড়ামনকাটির গোবিলা গ্রামে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান শিমুলকে কুপিয়ে হত্যা করেছে একদল সন্ত্রাসী। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে গোবিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিমুল একই গ্রামের মোকলেচুর রহমানের ছেলে। তিনি আমবটতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ছিলেন। যশোর জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়ে। খবর পেয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ছুটে যান। সব শেষ তথ্যমতে, খুনিদের গ্রেফতারে আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠে নেমেছে।
স্থানীয়রা জানান, নিহত জিল্লুর রহমান শিমুল এলাকার রাজনৈতিক একটি পক্ষের অনুসারী ছিলেন। দুইদিন আগের রাতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন শিমুল। এসময় গাড়িতে লাইট না থাকায় প্রতিপক্ষের একই এলাকার বুলবুল, বিল্লাল, নাইম, সোহরাব, শিমুল ও মনিরুলের সাথে তার কথা কাটাকাটি হয়। এসময় তারা জিল্লুর রহমানকে হত্যার হুমকি দেয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এলাকার তরিকুল ইসলামের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন জিল্লুর রহমান। পূর্ব থেকে ওৎ পেতে থাকা ওই প্রতিপক্ষের লোকজন তাকে একা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় জিল্লুর রহমানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন জিল্লুর রহমান। খবর পেয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মফিজুল ইসলাম ও এসআই শামিম হোসেনসহ আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন হাসপাতালে আসেন।’
নিহতের স্ত্রী নাসিমা খাতুন বলেছেন, রাজনৈতিক আধিপত্য নিয়ে বেশ কয়েকদিন ধরে এলাকার বুলবুল, বিল্লাল, নাইম, সোহরাব, শিমুল ও মনিরুল তার স্বামীকে হত্যার হুমকি দিয়ে আসছিল। এদিন রাত সাড়ে ৮টার দিকে তিনি বাইরে থেকে বাড়ির উদ্দেশ্যে আসছিলেন। পথিমধ্যে ওই সন্ত্রাসীরা তার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে।
এদিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ইমাজের্ন্সি মেডিকেল অফিসার সাইফুর রহমান জানিয়েছেন, অতিরিক্ত রক্ষক্ষরণের কারণে জিল্লুর রহমান মারা গেছেন।
এই ব্যাপারে ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানিয়েছেন, এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তারে জিল্লুর রহমানকে কুপয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকেরা। লাশ হাসপাতাল মর্গে আছে। খুনিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।