যশোরে সরকারি রাস্তার পাশ থেকে গাছ বিক্রি

জেমস আব্দুর রহিম রানা: যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বীর নারয়নপুর গ্রামে মাঠের মধ্যে সরকারি রাস্তার দু’পাশ থেকে একটি চক্র গাছ বিক্রি করেছেন। গ্রামীন সড়কের পাশ থেকে একের পর এক সরকারি গাছ কাটা হলেও কতৃপক্ষের সুদৃষ্টি নজর না থাকায় বেড়েই চলেছে গাছ কাটার পরিমাণ। এর আগেও দেখা গেছে যশোরের গ্রামিন সড়কের পাশ থেকে নানা কৌশলে গাছ মারা হয়। এ বিষয়টি নিয়ে পত্রিকায় নিউজ প্রকাশ হলে বেশ কয়েকদিন থেমে যায় এই গাছ কাটা চক্রটি। আজ সোমবার (১৩ মে) সকাল ৯ টায় যশোর সদর উপজেলার বীর নারায়নপুর গ্রামে সরকারি রাস্তা থেকে ১৫ থেকে ২০টি মেহগুনি গাছ মারা হয়েছে। এ গাছগুলো মারার সাথেই গাড়িতে নিয়ে যাচ্ছে অন্য স্থানে। স্থানীয় লোকজনের অভিযোগ আগেও কয়েক দফায় গাছ মারা হয়েছে এ রাস্তা থেকে। কিন্তু উপর মহলে জানালে কয়েকদিন গাছ মারা বন্ধ থাকলেও পরে আবারও গাছ মারা শুরু করেন এ চক্রটি।

গাছ মারা শ্রমিকরা জানান, আমরা জানা মতে এ গাছ বিক্রি করেছে আলতাফ হোসেন। আর গাছ কিনছে লেবুতলার এক গাছ ব্যবসায়ি। আমরা অনেক সকালে গাছ মারতে আসি। এখন গাছ মারতে নিষেধ করেছে। কিন্তু কোন বিষয় নিয়ে নিষেধ করছে আমাদের জানা নেই। তবে আমরা গাছ মারার সাথেই নিয়ে যাচ্ছি।

স্থানীয় সবুর হোসেন জানান, রাস্তার গাছগুলো প্রায় মারা শেষ হয়ে গেছে। আর মাত্র কয়েকটা গাছ আছে। অভিযোগ করলে উপর থেকে লোক আসতে আসতে গাছ মারা শেষ হয়ে যাবে। এ রাস্তা থেকেই কয়েক বছর আগে অনেক টাকার গাছ বিক্রি করছে। আসলে আমাদের দেখা ছাড়া কোন উপায় নেই।

পথচারি হাশেম আলী জানান, রাস্তার গাছ এ ভাবে বিক্রি করা ঠিক না। অনেক গাছই মারা হয়ে গেছে।

স্থানীয় ইসমাইল হোসেন জানান, সরকারি রাস্তার গাছ বিক্রি করছে আলতাফ হোসেন। কয়েকদিন আগে গাছের ব্যপারি দেখি গাছগুলো পরিমাপ করছে। আর ব্যাপারিই সুযোগ বুঝে সকালে সকালে গাছ মারা শুরু করছে। গাছ মারার সাথেই গাড়ি করে নিয়ে চলে যাচ্ছে। যাতে মানুষ বুঝতে না পারে। এ রাস্তার গাছ আগেও কয়েকবার বিক্রি করছে। এ বিষয়ে অভিযোগ করলেই গাছ মারা বন্ধ বন্ধ হয়ে যায়। কিন্তু কয়েকদিন পরে আবারও গাছ মারা শুরু করে। আমরা কয়বার অভিযোগ করবো।

যশোর সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, রাস্তার পাস দিয়ে কোন ব্যক্তি যদিও গাছ লাগাতে পারে। তারপরও ব্যক্তি তার ইচ্ছা মত গাছ মারতে পারে না। যদিও গাছ মারতে পারে সেখানে বহুদিন আইনের সাহায্য নিতে হয়। তবে রাস্তার পাশের গাছ মারতে হলে প্রথমে কমিটি গঠন করতে হয়। তারপর সরকারি নিয়ম অনুযায়ী গাছ মারার পর লাগানো ব্যক্তির জন্য একটা কমিশন দেওয়া হয়।

যশোর সদর উপজেলার নির্বাহী অফিসার রিপন বিশ্বাস বলেন, লেবুতলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সরকারি রাস্তার গাছ মারার অভিযোগ দেওয়া হয় সকালে। আর তখনই গাছ মারা বন্ধ করার নির্দেশ দেওয়া হয় এবং রাস্তা জমি রেখে ব্যক্তির জমি পরিমাপ করে গাছ মারার কথাও বলা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতে বাউল সুকুমারের গানের মালিকানা চুরি

বিনোদন ডেস্ক: বলবোনা গো আর কোনো দিন’, প্রেম করে মন দিলানা’, ‘আপন মানুষ চেনা বড় দায়’সহ অনেক জনপ্রিয় গানের শিল্পী বাউল সুকুমার। তার জনপ্রিয় গানগুলোর

ভূঞাপুরে পুঁতে রাখা মাদ্রাসা শিক্ষকের মরদেহ উদ্ধার

জহুরুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে নিখোঁজ হওয়ার পরদিন একটি বাড়ির উঠানে মাটির নিচে পুঁতে রাখা মাদ্রাসা শিক্ষক আব্দুল আউয়াল হক (৫৬) মরদেহ উদ্ধার করেছে

ড.ইউনূসসহ চারজনের দণ্ড স্থগিতের প্রশ্নে রায় আজ’

নিজস্ব প্রতিবেদক: শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড পাওয়া গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের দণ্ড স্থগিতের বৈধতা

শহীদ আবু সাঈদের বাবাকে আর্মি হেলিকপ্টারে আনা হলো ঢাকা সিএমএইচে

অনলাইন ডেস্ক: গত জুলাই-আগস্টের আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদের বাবাকে আর্মি হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল)। স্থানান্তর করা হয়েছে। বুধবার

সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে নিহত’৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সদরঘাট টার্মিনালে বার্দিং করার সময় লঞ্চের দড়ি ছিঁড়ে তার আঘাতে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েক জন। বৃহস্পতিবার (১১ এপ্রিল’)

আইনজীবী সাইফুল হত্যায় অংশ নেওয়া রিপন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ইসকনের অনুসারীদের হামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনায় রিপন দাস (২৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫