যশোরে শিশু আয়েশা হত্যা, সৎ মায়ের মোবাইলে ছিল মেয়ের নির্যাতনের ছবি

জেমস আব্দুর রহিম রানা: যশোরে দুই বছরের শিশু আয়েশাকে হত্যার অভিযোগে গ্রেফতার সৎ মায়ের মোবাইলে ছিল মেয়েটির নির্যাতনের ছবি। মামলার তদন্ত কর্মকর্তা এ বিষয়টি জানিয়েছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) ওই সৎ মাকে আদালতে সোপর্দ করা হয়।

এর আগে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, যশোরে দুই বছরের শিশু আয়েশাকে হত্যার অভিযোগে সৎ মা পারভীন সুলতানাকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। কোতোয়ালি থানার এসআই জয়ন্ত সরকার এ ঘটনায় সোমবার কোতোয়ালি থানায় মামলা করেছেন।

সোমবার বিকেলে শহরের খড়কি ধোপাপাড়ার ভাড়াবাড়ি থেকে পারভীনকে গ্রেফতার করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুর রাজ্জাক। মঙ্গলবার (১৬ জানুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, আট থেকে ১০ বছর আগে ওয়াসকুরুনি পিন্টুর সঙ্গে নিহত আয়েশার মা জান্নাতুলের বিয়ে হয়। তাদের দুইটি সন্তান থাকাবস্থায় পিন্টুর সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয় আসামি পারভীনের।

২০১৮ সালে পারভীনকে পিন্টু বিয়ে করেন। তারা খোলাডাঙ্গা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতে থাকেন। আগের স্ত্রী জান্নাতুল গত পাঁচ মাস আগে তাদের দুই সন্তানকে (আয়েশা ও তার বড়ভাইকে) বাবা পিন্টুর কাছে রেখে যান। এরপর থেকে পারভীন সৎ সন্তানদের ওপর অত্যাচার শুরু করেন। গত ১৩ জানুয়ারি সকালে বাড়ি থেকে পিন্টু বের হলে আয়েশার বড় ভাইকে খেলার কথা বলে বাড়ি থেকে বের করে দেন সৎ মা। এরপর শিশু আয়শাকে বেঁধে ঝাঁটা দিয়ে মারপিট করেন। ছোট্ট মেয়েটির চুল ধরে পাশের একটি দেয়ালের সঙ্গে ঘষা দিয়ে শরীরের বিভিন্ন স্থান ক্ষত-বিক্ষত করে ফেলেন। একপর্যায়ে আয়েশা অজ্ঞান হয়ে যায়। পরে তড়িঘড়ি করে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান পারভীন। হাসপাতালে গেলে ডাক্তার আয়েশাকে মৃত ঘোষণা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে আয়েশা কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিল। এরপরও পরিকল্পিতভাবেই শিশুটিকে হত্যা করেছে তার সৎ মা। পরবর্তীতে পারভীনের মোবাইল ফোনেই নির্যাতনের ছবি পাওয়া যায়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে কর্মচারী নিয়োগে দূর্নতি ও জেলা জজের পদত্যাগের দাবিতে মানববন্ধন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ জেলা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দু’বছর আগে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এবং

বাঁশখালীর শীলকূপে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে নুসাইবা (২) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শীলকূপ ইউনিয়নের মাইজপাড়া এলাকায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিৎ

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক: সিলেটের সীমান্তে গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয়দের দাবি, ভারতীয় খাসিয়া আদিবাসীদের গুলিতে তাদের মৃত্যু হয়েছে। বিজিবি জানিয়েছে, ভারতীয় সীমান্তে তাদের মরদেহ পড়ে

ফেব্রুয়ারিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: আগামী ফেব্রুয়ারিতে ঢাকা সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ২০১২ সালের পর এটি পাকিস্তানি কোনো মন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে উল্লেখ

জাতীয় কবিকে সর্বস্তরের মানুষের কাছে আমরা এখনও পৌঁছে দিতে পারিনি বলে মন্তব্য করেছেন কবি কাজী নজরুল ইসলামের নাতনী এবং সংগীত শিল্পী খিলখিল কাজী।

‘জাতীয় কবিকে সবার কাছে আমরা এখনও পৌঁছাতে পারিনি’

বৃহস্পতিবার (২৫ মে) জাতীয় কবির ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন: পরাজিত রেকর্ডসংখ্যক মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে রেকর্ডসংখ্যক মন্ত্রী পরাজিত হয়েছেন। নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভরাডুবি হয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিরোধী লেবার পার্টি। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে