যশোরে শিশু আয়েশা হত্যা, সৎ মায়ের মোবাইলে ছিল মেয়ের নির্যাতনের ছবি

জেমস আব্দুর রহিম রানা: যশোরে দুই বছরের শিশু আয়েশাকে হত্যার অভিযোগে গ্রেফতার সৎ মায়ের মোবাইলে ছিল মেয়েটির নির্যাতনের ছবি। মামলার তদন্ত কর্মকর্তা এ বিষয়টি জানিয়েছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) ওই সৎ মাকে আদালতে সোপর্দ করা হয়।

এর আগে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, যশোরে দুই বছরের শিশু আয়েশাকে হত্যার অভিযোগে সৎ মা পারভীন সুলতানাকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। কোতোয়ালি থানার এসআই জয়ন্ত সরকার এ ঘটনায় সোমবার কোতোয়ালি থানায় মামলা করেছেন।

সোমবার বিকেলে শহরের খড়কি ধোপাপাড়ার ভাড়াবাড়ি থেকে পারভীনকে গ্রেফতার করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুর রাজ্জাক। মঙ্গলবার (১৬ জানুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, আট থেকে ১০ বছর আগে ওয়াসকুরুনি পিন্টুর সঙ্গে নিহত আয়েশার মা জান্নাতুলের বিয়ে হয়। তাদের দুইটি সন্তান থাকাবস্থায় পিন্টুর সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয় আসামি পারভীনের।

২০১৮ সালে পারভীনকে পিন্টু বিয়ে করেন। তারা খোলাডাঙ্গা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতে থাকেন। আগের স্ত্রী জান্নাতুল গত পাঁচ মাস আগে তাদের দুই সন্তানকে (আয়েশা ও তার বড়ভাইকে) বাবা পিন্টুর কাছে রেখে যান। এরপর থেকে পারভীন সৎ সন্তানদের ওপর অত্যাচার শুরু করেন। গত ১৩ জানুয়ারি সকালে বাড়ি থেকে পিন্টু বের হলে আয়েশার বড় ভাইকে খেলার কথা বলে বাড়ি থেকে বের করে দেন সৎ মা। এরপর শিশু আয়শাকে বেঁধে ঝাঁটা দিয়ে মারপিট করেন। ছোট্ট মেয়েটির চুল ধরে পাশের একটি দেয়ালের সঙ্গে ঘষা দিয়ে শরীরের বিভিন্ন স্থান ক্ষত-বিক্ষত করে ফেলেন। একপর্যায়ে আয়েশা অজ্ঞান হয়ে যায়। পরে তড়িঘড়ি করে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান পারভীন। হাসপাতালে গেলে ডাক্তার আয়েশাকে মৃত ঘোষণা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে আয়েশা কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিল। এরপরও পরিকল্পিতভাবেই শিশুটিকে হত্যা করেছে তার সৎ মা। পরবর্তীতে পারভীনের মোবাইল ফোনেই নির্যাতনের ছবি পাওয়া যায়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

একদিনে ৫০০ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ২

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৫০০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি

সম্পত্তির ভাগ না পাওয়ায় বাবার কবরে শুয়ে মরদেহ দাফনে বাঁধা’

নিজস্ব প্রতিবেদক: নীলফামারী সদরে মজিবর রহমান (৬৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সম্পত্তির ভাগ না পাওয়ায় মৃত্যুর পর তার তৃতীয় ছেলের বিরুদ্ধে বাবার মরদেহ দাফনে

রাজশাহীর পবা উপজেলায় পদ্মা নদীতে গোলস করতে নেমে তিন শিক্ষার্থীর মৃত্যু  

তানজিলা আক্তার রাজশাহী, প্রতিনিধি: রাজশাহী, ২১ এপ্রিল ২০২৪ রাজশাহীর পবা উপজেলার চরশ্যামপুর এলাকায় পদ্মা নদীতে গোলস করতে নেমে তিন মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার

গাছে ঝুলিয়ে আগুনে জীবন্ত পুড়িয়ে মারা হলো জান্তাবিরোধী দুই তরুণকে

আন্তর্জাতিক ডেস্ক: বর্তমানে মিয়ানমার সকল সভ্যতার সীমা যেন পার হয়ে গেছে। বিভৎস সব ঘটনা ঘটছে সেখানে। এবার মিয়ানমারের ম্যাগওয়ে অঞ্চলে বিদ্রোহী এক যোদ্ধাকে প্রকাশ্যে পুড়িয়ে

উদ্ধার হলো চুয়াডাঙ্গার অপহৃত শিশু, প্রাধান আসামী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাঁতী এলাকা থেকে ৭ বছরের অপহৃত শিশুকে উদ্ধারসহ এক অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। গ্রেফতারকৃত অপহরণকারী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মেষতলী

দুঃসহ জীবনের ভারে নুইয়ে পড়ছেন আফগান ব্যবসায়ী শফিকুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের একজন ক্ষুদ্র ব্যবসায়ী শফিকুল্লাহ। চার সন্তানের জনক-তিন ছেলে ও এক মেয়ে। পরিবারে রয়েছেন দুইজন মা, চার ভাই, যাদের মধ্যে একজন বিবাহিত। বাকিদের