
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন যশোর জেলার উদ্যোগে ‘ডায়েরি বিতরণ অনুষ্ঠান–২০২৫’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
প্রখ্যাত আলেমেদ্বীন মুফতী আলী আকবার সাহেবের সভাপতিত্বে এবং মাওলানা শফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা জুলফিক্কার আল মাহমুদ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আবু জাফর সিদ্দিকী, মাওলানা আব্দুল আজীজ ও যশোর-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ভিপি আব্দুল কাদের।
অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন কবির বিন সামাদ। আলোচকবৃন্দ দ্বীন কায়েমে ওলামায়ে কেরামের অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতে ইসলামের দাওয়াতের কাজে আরও সচেতনভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
ডায়েরি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।













