যশোরে বৈশাখ বরণে রং-তুলির ব্যস্ততা

জেমস আব্দুর রহিম রানা: সাংস্কৃতিক রাজধানী খ্যাত যশোরে বাংলাবর্ষ ১৪৩১ (পহেলা বৈশাখ) বরণ করে নিতে জোর প্রস্তুতি চলছে। সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের সাথে জড়িতরা রীতিমতো ব্যস্ত সময় পার করছেন। এবারের বাঙলা বর্ষবরণ উৎসবে নতুন মাত্রা যোগ করছে বৈশাখী মেলা। শহরের মুন্সি মেহেরুল্লাহ ময়দানে (টাউন হল মাঠ) এই মেলা বসবে।

এদিকে, কোন সাংস্কৃতিক সংগঠনগুলো কার চেয়ে কে ভালো অনুষ্ঠান করবে তা নিয়ে যেনো সংগঠকদের ভাবনার শেষ নেই।

উদীচী

প্রতিবছরের মতো এবারও পৌরপার্কে অনুষ্ঠানের আয়োজন করছে সংগঠনটি। বর্ষবরণ উদ্যাপন পরিষদের সদস্য সচিব ও জেলা কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব জানান, পহেলা বৈশাখের দিন ভোর সাড়ে ৬টায় অনুষ্ঠান শুরু হবে। টানা সাড়ে ৪ ঘণ্টার অনুষ্ঠানের ডালিতে থাকবে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও গীতি আলেখ্য মহুয়ার পালা। ৩ শতাধিক শিল্পী এতে অংশ নেবে। ভারতের একদল শিল্পী এবারের উৎসবে যোগ দিতে আসছে।

পুনশ্চ

বর্ষবরণের পাশাপাশি সংগঠনটি ৩০ চৈত্র বর্ষবিদায় অনুষ্ঠান করবে। শহরের মুন্শি মেহেরুল্লাহ ময়দানের রওশন আলী মঞ্চে থাকবে এই আয়োজন। পুনশ্চ’র সাধারণ সম্পাদক পান্না লাল দে জানান, বাংলা নতুন বছরের প্রথম দিনে থাকবে নানা আয়োজন। সকালে সংগঠনের কার্যালয়ে চলবে মিষ্টিমুখ। বিকেলে জিলা স্কুল মাঠে থাকবে বর্ষবরণের অনুষ্ঠান।

সুরবিতান সঙ্গীত একাডেমি

সংগঠনের সাধারণ সম্পাদক বাসুদেব বিশ্বাস জানান, নববর্ষের সকালে একাডেমি কার্যালয়ে মিষ্টি মুখের আয়োজন থাকছে। সকাল ও বিকেলে মুন্শি মেহেরুল্লাহ ময়দানের রওশন আলী মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তিন শতাধিক শিল্পী অনুষ্ঠানে অংশ নেবে।

সুরধুনী ও বিবর্তন

এবারও বরাবরের মতো যৌথভাবে নবকিশোলয় স্কুল মাঠে বর্ষবরণের অনুষ্ঠান করবে সংগঠন দুটি। সকাল ও বিকেল দুই বেলায় থাকছে এই আয়োজন। এ নিয়ে অনেক আগে থেকেই প্রস্তুতি চলছে।

সুরধুনীর সভাপতি হারুন অর রশিদ জানান, তাদের যৌথ আয়োজনে শিশুদের আলাদা পরিবেশনা থাকবে। নাটক, গান ও আবৃত্তি পরিবেশিত হবে। পহেলা বৈশাখের সংগঠন কার্যালয়ে থাকবে মিষ্টি মুখের আয়োজন।

তির্যক

সংগঠনটি বর্ষবরণ উৎসব করবে শহরের ডা. আব্দুর রাজ্জাক কলেজ মাঠে। সাধারণ সম্পাদক দিপংকর দাস রতন জানান প্রাণবন্ত অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে পুরোদমে।

চাঁদের হাট

পহেলা বৈশাখের সকালে জেলা পরিষদ মিলনায়তন সংলগ্ন সংগঠন কার্যালয়ে মিষ্টি মুখ করানো হবে। সংগঠনের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবূল জানান, গতবার নিয়াজ পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান করলেও এবার স্থান পরিবর্তন হবে। অনুষ্ঠানের সামগ্রিক প্রস্তুতি চলছে।

চারুপীঠ

মঙ্গল শোভাযাত্রার অনুষঙ্গ তৈরিতে ব্যস্ত সময় পার করছে সংগঠনটি। সাধারণ সম্পাদক মামুনুর রশিদ জানান, শোভাযাত্রার জন্য বিশাল আকৃতির একটি পাখি ও একটি লক্ষী প্যাঁচা তৈরি করা হচ্ছে। এ ছাড়াও তৈরি হচ্ছে মুকুট ও ফড়িং।

যশোর সাহিত্য পরিষদ, স্পন্দন যশোর, কিংশুক, মাইকেল সঙ্গীত একাডেমিসহ বিভিন্ন সংগঠন বর্ষবরণের অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছে।

এদিকে, নাচে-গানে, কবিতা ও নাটকে উৎসব মাতাতে সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও কলাকুশলীরা ব্যস্ত সময় পার করেছন। বর্ণিল বৈশাখি উৎসবে আমন্ত্রণ জানাতে সাংস্কৃতিক সংগঠনগুলো তৈরি করছে নান্দনিক নকশার দাওয়াতপত্র।

শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড লাগানো হয়েছে। সংগঠন আঙিনা ও সীমানা প্রাচীরে দেয়ালে বৈশাখী উৎসব উপজীব্য করে চিত্র আঁকছেন শিল্পীরা। পাশাপাশি জোর কদমে চলছে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার উপকরণ সৃজন। গত ৯ মার্চ চারুপীট প্রাঙ্গনে মঙ্গল শোভাযাত্রার উপকরণ নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র হায়দার গনি খান পলাশ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চিত্রনায়িকা অঞ্জনা মারা গেছেন

বিনোদন প্রতিবেদক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা

বেনজীরের আরও ১১৩ দলিল ও গুলশানের ৪টি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ

ঠিকানা টিভি ডট প্রেস: সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ তার স্ত্রীর ও তিন সন্তানের আরও ১১৯টি স্থাবর ও অস্থাবর সম্পত্তি এবং গুলশানের চারটি ফ্ল্যাট জব্দ

জানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহিদুলের নিজ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলা পৌর এলাকার কোবদাসপাড়া গ্রামে শহিদুল ইসলাম সরকারের নিজ উদ্যোগে জানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫০জন শিক্ষার্থীদের মাঝে নানা প্রজাতির ফলজ বৃক্ষ

তাড়াশে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা আজ (১৮ রমজান) বুধবার বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজনে

বিদেশে পালানোর সময় দেশ টিভির এমডি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বিদেশে পালিয়ে যাচ্ছিলেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬

বায়তুল মোকাররমের নতুন খতিব আবদুল মালেক

নিজস্ব প্রতিবেদক: বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব পদে নিয়োগ পেয়েছেন আল্লামা সলামি আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ মুফতি আবদুল মালেককে (হাফি.)। শুক্রবার (১৮ অক্টোবর)। ধর্মবিষয়ক