যশোরে বৈশাখ বরণে রং-তুলির ব্যস্ততা

জেমস আব্দুর রহিম রানা: সাংস্কৃতিক রাজধানী খ্যাত যশোরে বাংলাবর্ষ ১৪৩১ (পহেলা বৈশাখ) বরণ করে নিতে জোর প্রস্তুতি চলছে। সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের সাথে জড়িতরা রীতিমতো ব্যস্ত সময় পার করছেন। এবারের বাঙলা বর্ষবরণ উৎসবে নতুন মাত্রা যোগ করছে বৈশাখী মেলা। শহরের মুন্সি মেহেরুল্লাহ ময়দানে (টাউন হল মাঠ) এই মেলা বসবে।

এদিকে, কোন সাংস্কৃতিক সংগঠনগুলো কার চেয়ে কে ভালো অনুষ্ঠান করবে তা নিয়ে যেনো সংগঠকদের ভাবনার শেষ নেই।

উদীচী

প্রতিবছরের মতো এবারও পৌরপার্কে অনুষ্ঠানের আয়োজন করছে সংগঠনটি। বর্ষবরণ উদ্যাপন পরিষদের সদস্য সচিব ও জেলা কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব জানান, পহেলা বৈশাখের দিন ভোর সাড়ে ৬টায় অনুষ্ঠান শুরু হবে। টানা সাড়ে ৪ ঘণ্টার অনুষ্ঠানের ডালিতে থাকবে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও গীতি আলেখ্য মহুয়ার পালা। ৩ শতাধিক শিল্পী এতে অংশ নেবে। ভারতের একদল শিল্পী এবারের উৎসবে যোগ দিতে আসছে।

পুনশ্চ

বর্ষবরণের পাশাপাশি সংগঠনটি ৩০ চৈত্র বর্ষবিদায় অনুষ্ঠান করবে। শহরের মুন্শি মেহেরুল্লাহ ময়দানের রওশন আলী মঞ্চে থাকবে এই আয়োজন। পুনশ্চ’র সাধারণ সম্পাদক পান্না লাল দে জানান, বাংলা নতুন বছরের প্রথম দিনে থাকবে নানা আয়োজন। সকালে সংগঠনের কার্যালয়ে চলবে মিষ্টিমুখ। বিকেলে জিলা স্কুল মাঠে থাকবে বর্ষবরণের অনুষ্ঠান।

সুরবিতান সঙ্গীত একাডেমি

সংগঠনের সাধারণ সম্পাদক বাসুদেব বিশ্বাস জানান, নববর্ষের সকালে একাডেমি কার্যালয়ে মিষ্টি মুখের আয়োজন থাকছে। সকাল ও বিকেলে মুন্শি মেহেরুল্লাহ ময়দানের রওশন আলী মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তিন শতাধিক শিল্পী অনুষ্ঠানে অংশ নেবে।

সুরধুনী ও বিবর্তন

এবারও বরাবরের মতো যৌথভাবে নবকিশোলয় স্কুল মাঠে বর্ষবরণের অনুষ্ঠান করবে সংগঠন দুটি। সকাল ও বিকেল দুই বেলায় থাকছে এই আয়োজন। এ নিয়ে অনেক আগে থেকেই প্রস্তুতি চলছে।

সুরধুনীর সভাপতি হারুন অর রশিদ জানান, তাদের যৌথ আয়োজনে শিশুদের আলাদা পরিবেশনা থাকবে। নাটক, গান ও আবৃত্তি পরিবেশিত হবে। পহেলা বৈশাখের সংগঠন কার্যালয়ে থাকবে মিষ্টি মুখের আয়োজন।

তির্যক

সংগঠনটি বর্ষবরণ উৎসব করবে শহরের ডা. আব্দুর রাজ্জাক কলেজ মাঠে। সাধারণ সম্পাদক দিপংকর দাস রতন জানান প্রাণবন্ত অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে পুরোদমে।

চাঁদের হাট

পহেলা বৈশাখের সকালে জেলা পরিষদ মিলনায়তন সংলগ্ন সংগঠন কার্যালয়ে মিষ্টি মুখ করানো হবে। সংগঠনের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবূল জানান, গতবার নিয়াজ পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান করলেও এবার স্থান পরিবর্তন হবে। অনুষ্ঠানের সামগ্রিক প্রস্তুতি চলছে।

চারুপীঠ

মঙ্গল শোভাযাত্রার অনুষঙ্গ তৈরিতে ব্যস্ত সময় পার করছে সংগঠনটি। সাধারণ সম্পাদক মামুনুর রশিদ জানান, শোভাযাত্রার জন্য বিশাল আকৃতির একটি পাখি ও একটি লক্ষী প্যাঁচা তৈরি করা হচ্ছে। এ ছাড়াও তৈরি হচ্ছে মুকুট ও ফড়িং।

যশোর সাহিত্য পরিষদ, স্পন্দন যশোর, কিংশুক, মাইকেল সঙ্গীত একাডেমিসহ বিভিন্ন সংগঠন বর্ষবরণের অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছে।

এদিকে, নাচে-গানে, কবিতা ও নাটকে উৎসব মাতাতে সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও কলাকুশলীরা ব্যস্ত সময় পার করেছন। বর্ণিল বৈশাখি উৎসবে আমন্ত্রণ জানাতে সাংস্কৃতিক সংগঠনগুলো তৈরি করছে নান্দনিক নকশার দাওয়াতপত্র।

শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড লাগানো হয়েছে। সংগঠন আঙিনা ও সীমানা প্রাচীরে দেয়ালে বৈশাখী উৎসব উপজীব্য করে চিত্র আঁকছেন শিল্পীরা। পাশাপাশি জোর কদমে চলছে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার উপকরণ সৃজন। গত ৯ মার্চ চারুপীট প্রাঙ্গনে মঙ্গল শোভাযাত্রার উপকরণ নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র হায়দার গনি খান পলাশ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এবার জবাব দিতে শুরু করেছে হামাস, রকেট ছুড়েছে হামাস

অনলাইন ডেস্ক: ইসরাইলকে নাড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা আছে বলে দাবি করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ইসরাইলের আশদাদ ও আশকেলনে রোববার রাতে ১০টি রকেট নিক্ষেপের

শ্বশুরবাড়ি গিয়েও রক্ষা হলো না ছাত্রলীগ নেতার

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজির আহমেদ খান রিয়াজকে তার শ্বশুরবাড়ির এলাকা থেকে আটক করে পুলিশে দিয়েছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৪

‘মধ্যরাতে চবি ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ’

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মাঝে মধ্য রাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গ্রুপ দুটি হলো ‘চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) এবং ‘ভার্সিটি

হেলিকপ্টার দেখে ‘হাত নাড়িয়ে’ গ্রেপ্তার টুঙ্গিপাড়ার প্রশান্ত

নিজস্ব প্রতিবেদক: কথা বলার সময় কান্না জড়ানো কণ্ঠে সুশান্ত বলেন, গ্রামে বড় হয়েছে আমার ছেলে, জীবনে কোনোদিন হেলিকপ্টার দেখেনি। তাই হয়তো বাড়ির ছাদে উঠে হাত

রাশমিকাকে নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে যা বললেন মুফতি হামজা

নিজস্ব প্রতিবেদক: ভারতের আলোচিত দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। সদ্যই মুক্তি পেয়েছে তার ‘পুষ্পা ২’। অভিনয় ও সৌন্দর্যের ছটায় ভারতসহ সারা বিশ্বেই আছে তার ভক্ত-অনুসারী। সম্প্রতি

কুমিল্লায় দাফনের ৯ দিন পর বাড়ি ফিরলেন নিখোঁজ নারী! এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামে দাফনের ৯ দিন পর বাড়ি ফিরলেন নিখোঁজ নারী রোকসানা আক্তার। ঘটনাটি ঘটেছে উপজেলার গুণবতী ইউনিয়নের রাজবল্লভপুর গ্রামে। এ নিয়ে পুরো এলাকাজুড়ে