যশোরে বর্ণাঢ্য আয়োজনে চলছে বর্ষবরণ

জেমস আব্দুর রহিম রানা: জীর্ণতাকে পিছনে ফেলে সমৃদ্ধির আহ্বান আর অশুভ শক্তিকে রুখে দেওয়ার প্রত্যয়ে যশোরে চলছে বাংলা নববর্ষ বরণের নানা অনুষ্ঠান। বর্ণিল আয়োজনে বরণ করে নেওয়া হচ্ছে নতুন বঙ্গাব্দকে। অনুষ্ঠানে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি লালন এবং তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছেন অনুষ্ঠানের আয়োজকরা।

বর্ষবরণ উপলক্ষে সকাল থেকে শুরু হয়েছে নানা কর্মসূচি। অনুষ্ঠান মঞ্চ থেকে বৈশাখি সাজ থেকে আপ্যায়ন সব কিছুতে রয়েছে বিশেষ বৈচিত্র্য। সকাল ৬টা ৩১ মিনিটে টাউনহল মাঠের রওশন আলী মঞ্চে বর্ষবরণের আয়োজন করে সুরবিতান সংগীত একাডেমি, পৌর পার্কে উদীচী, মুসলিম একাডেমি মাঠে পুনশ্চ, নবকিশলয় স্কুল মাঠে বিবর্তন ও সুরধূনী সংগীত নিকেতন, কালেক্টরেট চত্বরে চাঁদের হাট, ভৈরব পার্কে থিয়েটার ক্যানভাস ও রূপকার নাট্যগোষ্ঠী অনুষ্ঠানের আয়োজন করে।

বিভিন্ন সংগঠন তাদের নিজস্ব ব্যবস্থাপনায় বর্ষবরণে শোভাযাত্রা বের করে জমায়েত হয় টাউনহল মাঠে। সেখান থেকে সকাল সাড়ে ৯টায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন বয়সী মানুষ নৃত্য-গীতের মাধ্যমে শোভাযাত্রায় অংশ নেন। উপস্থিত ছিলেন মঙ্গল শোভাযাত্রার স্রষ্টা চিত্রশিল্পী মাহবুব জামাল শামীম।

বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রাটি টাউনহল মাঠ থেকে শুরু হয়ে জেলা পরিষদের সামনে দিয়ে দড়াটানা হয়ে টাউনহল মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রায় চারুপীঠসহ বিভিন্ন সংগঠনের ছিল নান্দনিক অংশগ্রহণ।

অধিকাংশ সংগঠনের সকালের আয়োজন সাড়ে ১০ টার মধ্যে শেষ হলেও সংগঠন আঙিনা ও অনুষ্ঠানস্থলে চলে মিষ্টি মুখের আয়োজন। পারষ্পরিক শুভেচ্ছা জ্ঞাপন আর নির্মল আড্ডায় বেলা কেটে যায় অনেকের। সবার কণ্ঠেই অনুরণিত হয়েছে পুরানো মলিনতাকে ভুলে গিয়ে নতুনের জয়গানে মঙ্গল আর সমৃদ্ধি কামনা।

দিনব্যাপীই চলবে নানা আয়োজন। দুপুর ৩ টা ১ মিনিটে পৌরপার্কে ভৈরব, বিকেল সাড়ে চারটায় নবকিশলয় স্কুল মাঠে বিবর্তন ও সুরধুনী, আব্দুর রাজ্জাক কলেজ মাঠে তির্যক, ভৈরব পার্কে থিয়েটার ক্যানভাস ও রূপকার নাট্যগোষ্ঠী, কালেক্টরেট চত্বরে চাঁদেরহাটের অনুষ্ঠান রয়েছে। এছাড়াও সুরবিতান সংগীত একাডেমি বিকেল ৫ টায় টাউনহল মাঠে অনুষ্ঠানের আয়োজন করেছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সব আসামিকে খালাসের কারণ জানালেন হাইকোর্ট গ্রেনেড হামলার পূর্ণাঙ্গ রায়

নিজস্ব প্রতিবেদক: ২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার দুই মামলায় বিচারিক আদালতের দেওয়া সাজা বাতিল করে ১ ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। বিচারপতি এ কে

‘তারকাদের আত্মহত্যায় ভক্ত ও সমাজে কি প্রভাব পড়ছে’

ঠিকানা টিভি ডট প্রেস: শোবিজ জগতের তারকাদের বর্তমান সমাজের তরুণ-তরুণী সহ সাধারণ মানুষ অনেকেই নিজেদের আইকন বা আইডল মনে করে। পছন্দের তারকার লাইফ স্টাইল থেকে

জামায়াত নেতা আজহারুল লিভ টু আপিলের অনুমতি পাবেন কি না, আদেশ বুধবার

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম লিভ টু আপিলের অনুমতি পাবেন কি না, সে বিষয়ে আগামীকাল বুধবার আদেশ দিবেন আপিল বিভাগ।

রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা দেশের ভাবমূর্তি নষ্ট করছে: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা দেশের ভাবমূর্তি নষ্ট করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত

সরকার আদৌ নির্বাচন দিতে আন্তরিক কিনা, সন্দেহ ফখরুলের

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা ক্রান্তিকালে আছি আমরা। গোটা দেশের মানুষ গণতান্ত্রিক পথে ফিরতে চায়। সন্দেহ তৈরি হয়েছে, সরকার আদৌ

সিরাজগঞ্জ জেলা দলের সাবেক কৃতি খেলোয়াড় মরহুম বাবলা স্মৃতি ফুটবল লীগ উদ্বোধন।

নিজস্ব প্রতিবেদক: আজ শুক্রবার বিকালে সিরাজগঞ্জের রহমতগঞ্জ সুতাকল মাঠে জেলা ক্রীড়া সংস্থার সাবেক কৃতি খেলেয়াড় ও রহমতগঞ্জ ইয়াং এসোসিয়েশনের প্রাক্তন সাধারণ সম্পাদক মরহুম আব্দুর রশিদ