জেমস আব্দুর রহিম রানা: যশোর উপশহর নিউ মার্কেট এলাকায় একটি প্রাইভেটকার থেকে ৩ কেজি ৩শ গ্রাম ওজনের ৩২ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে ডিবি পুলিশ। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৪ কোটি টাকা। আজ বিকেল ৩টার দিকে ডিবি পুলিশের অভিযানে স্বর্ণের বারসহ আটক হয়েছে পাচারকারী দু’বক্তির নাম শহিদুল্লাহ ও সুমন। আটককৃত দু’জনের বাড়ি শার্শা উপজেলায়।
অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ঢাকা থেকে বেনাপোল সীমান্তের উদ্দেশ্যে একটি প্রাইভেটকারে স্বর্ণের চালান নিয়ে আসছে । উপশহর নিউমার্কেট এলাকায় ডিবি পুলিশসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওঁত পেতে ছিলেন। সন্দেহজনক প্রাইভেটকার নিউ মার্কেট এলাকায় পৌঁছালে পুলিশ গতিরোধ করে। গাড়িতে থাকা দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের স্বীকারোক্তিতে গাড়িতে লুকিয়ে রাখা বিভিন্ন জায়গা থেকে তিন আকৃতির ৩২ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.