যশোরের দুই খুনি ঢাকায় গ্রেফতার

জেমস আব্দুর রহিম রানা: যশোরে সরকার বিরোধী ব্যবসায়ী সিণ্ডিকেটের মূল হোতা মুল্লুক চাঁদ ও তার ভাই হোয়াইট কালার ক্রিমিনাল সঞ্জয় চৌধুরীর নির্দেশে ও উপস্থিতিতে চাঞ্চল্যকর প্রকৌশলী বায়েজীদ হাসান হত্যা মামলার অন্যতম আসামি হত্যা আব্দুর রহমান রাজ ও রাজু আহম্মেদ ওরফে রাজুকে ঢাকায় গ্রেফতার করেছে র‌্যাব। আজ বৃহস্পতিবার ২৮ শে মার্চ ভোরে ঢাকার ঢালীবাড়ী এলাকায় যশোর র‌্যাব-৬ ও ঢাকা র‌্যাব-১ এর দুটি চৌকষ দল অভিযান চালিয়ে মামলার অন্যতম দুই আসামিকে গ্রেফতার করেছেন। গ্রেফতার হওয়া দু’জনই প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুল্লুক-সঞ্জয়ের নির্দেশে হত্যা মিশনে অংশ নেয় বলে স্বীকার করেছে। এরআগে বুধবার মোস্তাফিজুর রহমান যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে একই তথ্য দেন। এনিয়ে এজাহারভুক্ত ৯ আসামির মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হলো। তবে প্রধান দুই আসামি মুল্লুক-সঞ্জয় রয়েছেন ধরা-ছোঁয়ার বাইরে। তাদের গ্রেফতারের খবর না আসা স্বস্তি পাচ্ছেন না বিক্ষুব্ধ যশোরবাসী।

গ্রেফতারকৃতরা হলেন-যশোর সদরের লেবুতলা গ্রামের খাইরুল ইসলামের ছেলে আব্দুর রহমান রাজন, ঝিকরগাছা উপজেলার গদখালীর নবীননগরের আবুল হাশেনের ছেলে রাজু আহম্মেদ ওরফে রাজ ও মনিরামপুরের লাউড়ি গ্রামের নুরুল হকের ছেলে মোস্তাফিজুর রহমান খোকা।

খুলনা সিটি করপোরেশনের ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু এই প্রতিবেদককে বলেন-২৪ মার্চ দুপুরে মুল্লুক-সঞ্জয়ের লোক নামে পরিচিত শহিদুলসহ ৪/৫ জন সোনাডাঙ্গার বাসিন্দা ও মেধাবী প্রকৌশলী বায়োজিদ হাসানকে বাড়ি থেকে গাড়িতে তুলে নেয় ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও শ্রমিক নেতা জাকির হোসেন বিপ্লবের অফিসে। বিপ্লব আমাকে ফোন করে বিষয়টি অবগত করেন। এক পর্যায়ে দুজনই লাউড স্পিকার অন করে মিমাংসার আলোচনা শুরু করি। এ সময় বায়োজিদ পরিবারের লোকজন আমার অফিসে ছিলেন। অন্যদিকে বিপ্লবের অফিসে ছিলেন মুল্লুক-সঞ্জয়ের লোকজন। আমাদের আলোচনা উভয়পাশে অবস্থান করা ব্যক্তিরা শুনছিলেন। আমি বলেছিলাম বায়োজিদের গায়ে যেন হাত না পড়ে। ও খুব মেধাবী ও ভাল ছেলে। আলোচনার এক পর্যায়ে আমরা দুই কাউন্সিলর ইফতার করতে বাড়িতে যাই। ফিরে এসে ফের আলোচনার মাধ্যমে মিমাংসার কথা ছিল কিন্তু অফিসে কাউন্সিলর বিপ্লবকে ফোন করে জানতে পারি তারা কেউ নেই। অভিযোগ রয়েছে-বিপ্লবের অফিসে থাকা কিছু শ্রমিক বায়োজিদকে অপহরণের কাজে সহায়তা করেন।

জনপ্রিয় কাউন্সিলর আলী আকবর টিপু বলেন-কাউন্সিলর বিপ্লব আমাকে আশ্বস্ত করেছিলেন পরদিন ২৫ মার্চ বায়োজিদতে তারা যশোর থেকে খুলনাতে আনবে। দুই কাউন্সিলর উভয়পক্ষের কথা শুনে নিস্পত্তি করবো কিন্তু পরে জানতে পারি মুল্লুক চাঁদ ও সঞ্জয় এবং তাদের টর্চার সেলের লোকজন বায়োজিদকে গাড়ির ভেতর মারতে মারতে যশোরের মনিরামপুরে ও পরে কেশবপুর ঘুরে যশোর কাঁশারীপট্টির একটি চালের আড়তে নিয়ে মারপিট করে। বায়োজিদের বৃদ্ধা মা দিলরুবা বেগমকেও তারা অশ্লীল ভাষায় গালি গলাজ করে এবং সাফ জানিয়ে দেয় টাকা অথবা দলিল নিয়ে যশোরে আই…। অন্যত্থায় ছেলের লাশ যাবে।

পরে বায়োজিদের মা ও স্ত্রীসহ পরিবারের লোকজন কান্না করতে থাকেন। এক পর্যায়ে আমি সঞ্জয়কে ফোন করে অনুরোধ করি দয়া করে সকালে খুলনাতে আসেন। আমি টাকা আদায়ে সহায়তা করবো কিন্তু সঞ্জয় কোনো কথায় কর্নপাত করেনি।

রাত সাড়ে ৩টার সময় যশোর কোতয়ালি থানার ওসিকে ফোন করি। তখন ওসি মহোদয় জানান-রফিকুল ইসলাম চৌধুরী ওরফে মুল্লুক চাঁদের চালের আড়তে এক যুবকের লাশ পড়ে আছে। তিনি বায়োজিদের পরিবারকে বিষয়টি জানিয়ে তাদের যশোরে পাঠানোর ব্যবস্থা করেন।

তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন-ওরা আমার ও বিপ্লবের অনুরোথে রাখে নাই। লাশ করেই পাঠালো মেধাবী প্রকৌশলী বায়োজিদকে।

প্রসঙ্গত, ২৪ মার্চ রাতে যশোর কাঁশারিপট্টিতে মুল্লুক চাঁদের চালের আড়তে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন প্রকৌশলী বায়োজিদ হাসান। এখন পর্যন্ত গ্রেফতার হওয়া ৩ আসামিই স্বীকার করেছেন- মুল্লুক-সঞ্জয়ের নির্দেশ ও উপস্থিতিতে হত্যকাণ্ডটি ঘটেছে। তারা হত্যার দায় স্বীকার করে বলেন-হত্যাকাণ্ডে চৌধুরী টর্চার সেলের আমরা ৩ জন ছাড়াও সাব ঠিকাদার শহিদুল ইসলাম, মহব্বত আলী মন্টু, শাহ আলম ও জসিম মোল্লাসহ আরও ৫ থেকে ৬ জন অংশ নেন। এদের মধ্যে আজ পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করলো আইন-শৃঙ্খলা বাহিনী।

লৌমহর্ষক ও বর্বোরোচিত নৃশংস এই হত্যকাণ্ডের শিকার বায়োজিদ হাসান চৌধুরী কনস্ট্রাকশনের ঢাকা অফিসে চাকরি করতেন। তিনি ছিলেন ও সৎ প্রকৌশলী বায়োজিদ হাসান। সেখানে নির্মাণাধীন একটি প্রতিষ্ঠানের সাব ঠিকাদার শহিদুল ইসলাম নয়-ছয় করে টাকা আত্মসাতের জন্য তার ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন কিন্তু বায়োজিদ রাজী না হওয়ায় ক্রমাগতভাবে চাপ বাড়তে থাকে। বায়োজিদের স্ত্রী তাকিয়া তুজ সাদিয়া বলেন-ইঞ্জিনিয়ারের দায়িত্ব কন্স্ট্রাকশনের কাজ ঠিক-ঠাক হচ্ছে কি-না, তা দেখা। কিন্তু সাব ঠিকাদার শহিদুল চাপ সৃষ্টির পাশাপাশি পরিচ্ছন্ন ভাষায় হুমকি দিয়ে আসছিলেন। যেকারণে বায়োজিত মৃত্যু ভয়ের মধ্যে পড়েন। তার সন্দেহ হয়-নির্মাণাধীন ভবনে হত্যা করে দুর্ঘটনা বলে চাউর করতে পারে শহিদুল। এ সন্দেহ থেকে আমরা স্বামী-স্ত্রী খুলনার বাড়িতে চলে আসি। এ সময় শহিদুলের ধারণা জন্মে বিষয়টি বায়োজিদ ফাঁস করে দিতে পারে। যেকারণে আমার স্বামীর বিরুদ্ধে চৌধুরী কনস্ট্রাকশনের সত্বাধিকারী মুল্লুক চাঁদ ও তার ভাই সঞ্জয়ের কাছে টাকা চুরির অভিযোগ দেন শহিদুল। শেষ পর্যন্ত দুর্নীতিবাজ শহিদুলের কারণেই বায়োজিদের প্রাণ গেল। তিনি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্বামী হত্যার বিচার দাবি করেন।

এদিকে ঢাকায় রাজু ও রাজনকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন যশোর র‌্যাব-৬ এর কোম্পানি কমাণ্ডার মেজর মোহাম্মাদ সাকিব হোসেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৬ বছর পর দেশে ফিরছেন শফিক রেহমান

নিজস্ব প্রতিবেদক: ৬ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। আগামীকাল রবিবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর নুর আলম (ওরফে নুরু টেইলার) নামে আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

কৃষকের জমির ফসল কেটে নিলেন কৃষকলীগ সভাপতি 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে এক নিরিহ কৃষকের জমির ফসল জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ মতিয়ার রহমান (মতি মেম্বার) এর

নয়াপল্টনের জামান টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নয়াপল্টনের জামান টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। বুধবার সকাল ৫টা ৩৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর

আনার ছাত্রজীবন থেকে যেভাবে স্বর্ণ চোরাচালানের ডন

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে তার উত্থান, স্বর্ণ চোরাচালান, খুনখারাবিসহ নানা অপরাধের বিষয় উঠে আসছে। রহস্য দেখা দিয়েছে

মাঠ ছাড়তে নারাজ এমপি-মন্ত্রীর স্বজনরা’

ঠিকানা টিভি ডট প্রেস: প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনার পরও উপজেলা নির্বাচনের মাঠ থেকে এখনই সরতে রাজি নন স্থানীয় এমপি-মন্ত্রীর স্বজনরা। নানা কৌশলে ভোটের মাঠে থাকার চেষ্টা