যশোরের ঝাউদিয়ায় ডাকাতি,স্বর্ণলঙ্কারসহ ২৫ লক্ষাধিক টাকার মালামাল লুট

জেমস আব্দুর রহিম রানা: যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের একটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ২৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। বুধবার গভীররাতে এই ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগে জানা যায়, বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মচারী ঝাউদিয়া পূর্বপাড়ার আলমগীর হোসেনের পরিবারের সদস্যরা বুধবার দিবাগত রাত ১১টার দিকে ঘুমিয়ে পড়েন। এরপর রাত ২টার দিকে ৬/৭ জন অজ্ঞাত ডাকাতদলের সদস্যরা গ্রিল ভেঙ্গে ঘরের ভেতর ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। আলমগীর হোসেনের স্ত্রী শাহানা বেগম জানান, ডাকাত দলের সদস্যরা ঘরে ঢুকে আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে সবাইকে হাত, পা ও মুখ বেধেঁ রাখে। এ সময় তারা আমার ঘরের সকল রুমের জিনিসপত্র তছনছ করে এবং ঘরে থাকা নগদ ৩ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় ডাকাতরা। যার মূল্য ২৫ লক্ষাধিক টাকা। তিনি আরো জানান, ডাকাতরা প্রায় দুই ঘন্টাব্যাপি তাদের বাড়িতে ডাকাতি চালায়।

আলমগীর হোসেনের পুত্রবধূ স্বপ্না খাতুন জানান, ডাকাতরা আমার রুমে প্রবেশ করেই আমার তিনমাস বয়সী শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে রুম থেকে সকল মালামাল নিয়ে গেছে।

বাড়ির মালিক আলমগীর হোসেন জানান, আমি অসুস্থ থাকার কারণে চিকিৎসার জন্য ভারতে ছিলাম। সেখান থেকে আজ বৃহস্পতিবার সকালে বাড়িতে পৌঁছাই। বাড়িতে এসেই ডাকাতির খবর জানতে পারি। ডাকাতরা আমার বাড়িতে থাকা নগদ টাকা স্বর্নসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে।

প্রতিবেশী রুবেল হোসেন জানান, আমরা ভোররাতে খবর পেয়ে বাড়িতে এসে দেখি সকল রুমের মালামাল তছনছ করা।

এ বিষয়ে চুড়ামনকাটি ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন বলেন, ডাকাতরা গ্রিল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে পরিবারের সবাইকে জিম্মি করে সব কিছু নিয়ে গেছে। তিনি খবর পেয়ে পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করেন।

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সেলিম হোসেন বলেন, খবর পেয়েই আমি ঘটনাস্থলে যাই। ইতিমধ্যে লুন্ঠিত মালামাল উদ্ধার ও অভিযুক্তদের চিহিৃত করতে আমাদের তদন্ত ও অভিযান শুরু হয়েছে। ডাকাতির খবর পেয়ে যশোর পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে এসেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলা পরিষদের পুকুর থেকে লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ১৪ মে মঙ্গলবার দুপুরে শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে এক আদিবাসী বাগদীর লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত লাশটি পৌর এলাকার বাগদিপাড়ার আদিবাসী

উপজেলা নির্বাচন নিয়ে তারেকের বিরুদ্ধে অবস্থান নেতাদের

নিজস্ব প্রতিবেদক: উপজেলা নির্বাচনে যারাই প্রার্থী হবে তাদেরকেই বহিষ্কার করা হবে। তারেক জিয়ার এই নির্দেশনার বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। হেভীওয়েট নেতারা বলছেন,

যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় ১৫ কেন্দ্র পরিবর্তন

জেমস আব্দুর রহিম রানা: আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। ইতোমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর ভেতর শিক্ষার্থীদের

উপদেষ্টা ফারুকীকে নিয়ে সমালোচনার ঝড়, নেপথ্যে কারণ কী?

ঠিকানা টিভি ডট প্রেস: অনেকটা চমক দেখিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা করে নিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পর

রায়গঞ্জে ব্রিজের নিচে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্রিজের নিচে ধানক্ষেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের নিঝুড়ী তালতলা এলাকায় এ

বেলকুচিতে জয় বাংলা শ্লোগান দেয়ায় আ’লীগ সমর্থক আটক

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নে ১৪ ফেব্রুয়ারি রাতে পিকনিকের পর জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের মিছিল করার অভিযোগে লিমন সরকার