
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ২:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২৫, ১২:২৬ অপরাহ্ণ
যমুনা সেতুর দুই প্রান্তে ৩০ কিলোমিটার যানজট, দুর্ভোগে ঘরমুখো মানুষ
সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদুল আজহার ছুটির শেষ দিনে কর্মস্থলে ফেরা মানুষের ঢল নামায় যমুনা সেতুর দুই প্রান্তে সৃষ্টি হয়েছে তীব্র যানজট ও ধীরগতি। শনিবার (১৪ জুন) সকাল থেকে সিরাজগঞ্জ অংশে সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক এবং টাঙ্গাইল অংশে যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকায় থেমে থেমে গাড়ি চলেছে।
সিরাজগঞ্জের কড্ডার মোড়, ঝাঐল ওভারব্রিজ, নলকা মোড় ও সীমান্ত বাজার পর্যন্ত ঢাকাগামী লেনে দেখা গেছে গাড়ির দীর্ঘ সারি। অন্যদিকে, টাঙ্গাইল অংশে সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যান চলাচল ছিল অত্যন্ত ধীরগতির।
পুলিশ জানায়, যানবাহনের অতিরিক্ত চাপ, সেতুর ওপর পিকআপ-ট্রাক সংঘর্ষ, বিকল গাড়ি এবং টোল আদায়ে ধীরগতির কারণে এ অবস্থা তৈরি হয়েছে।
যমুনা সেতু পূর্ব থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, “রাতে সেতুর ওপর দুর্ঘটনার কারণে যান চলাচল ব্যাহত হয়। এরপর থেকেই ধীরে ধীরে যানজট বাড়ে।”
এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শরীফ বলেন, “ঢাকামুখী চাপ বাড়ায় মহাসড়কে ধীরগতি তৈরি হয়।”
যমুনা সেতু পশ্চিম থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, টোল আদায়ে ধীরগতি এবং যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় সড়কে কখনো থেমে থেমে, কখনো সম্পূর্ণ স্থবির হয়ে পড়ছে যান চলাচল।
ফলে সেতুর দুই প্রান্তজুড়ে প্রায় ৩০ কিলোমিটারজুড়ে যানজট ও ধীরগতির ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। ঈদের আনন্দ শেষে কর্মস্থলে ফেরা যাত্রাপথ হয়ে উঠেছে দুর্বিষহ ও ক্লান্তিকর।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.