সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঢল ও যানবাহনের চাপের কারণে যমুনা সেতুতে একদিনে টোল আদায়ের নতুন রেকর্ড গড়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৬টা থেকে শুক্রবার (৬ জুন) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই সেতু দিয়ে পারাপার হয়েছে ৬৪ হাজার ২৮৩টি যানবাহন। এতে আদায় হয়েছে সর্বোচ্চ ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা টোল।
যমুনা সেতু সাইট অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার একদিনে পূর্বমুখী (ঢাকা ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলমুখী) যানবাহন ছিল ৪৩ হাজার ৩টি। এ দিক থেকে আদায় হয় ২ কোটি ৪২ লাখ ৩০ হাজার ৭০০ টাকা। অপরদিকে, পশ্চিমমুখী (উত্তরবঙ্গগামী) যানবাহনের সংখ্যা ছিল ২১ হাজার ২৮০টি, যেখান থেকে আদায় হয় ১ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ২৫০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, একদিনে এত বেশি সংখ্যক যানবাহন ও টোল আদায়ের ঘটনা এর আগে কখনও ঘটেনি। এটি এখন পর্যন্ত সেতু ব্যবস্থাপনার ইতিহাসে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড।
যানবাহনের অতিরিক্ত চাপ সত্ত্বেও সড়কে বড় ধরনের কোনো যানজট হয়নি বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। সিরাজগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ বলেন, “সেতুর পশ্চিম প্রান্তে কড্ডার মোড় থেকে হাটিকুমরুল পর্যন্ত মহাসড়কের কোথাও বড় ধরনের যানজট দেখা যায়নি। মাঝে মাঝে ধীরগতি থাকলেও সামগ্রিকভাবে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”
ঈদের ছুটির প্রথম দিনেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে উত্তরবঙ্গমুখী মানুষের যাত্রা বেড়ে গেছে। যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মহাসড়ক ও সেতু এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.