
নিজস্ব প্রতিবেদক: খুলনায় অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ সংগ্রহের সময় যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রাশেদ নিজাম ও ক্যামেরাপারসন নির্মল চন্দ্রের ওপর হামলা হয়েছে। সোমবার (৮ জুলাই’) দুপুর ১২টার দিকে খুলনার কে ডি ঘোষ রোডে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহবুবুর রহমান এবং তার দুই সহযোগী এই হামলা চালান।
রাশেদ নিজাম জানান, খুলনার চুকনগরে জেলা পরিষদের একটি মার্কেট নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পান তিনি। অভিযোগ অনুসন্ধানের জন্য ক্যামেরাপারসনসহ মাহবুবুর রহমানের কার্যালয়ে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। মারমুখী হয়ে তাদের ধাক্কা দিয়ে কক্ষ থেকে বের করে দেন এবং হত্যার হুমকি দেন। এছাড়াও ক্যামেরার মেমোরি কার্ড কেড়ে নেয়ার চেষ্টা করেন অভিযুক্তরা।
হামলার পর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা রশীদের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তিনি ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি’) করা হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) তীব্র নিন্দা জানিয়েছে। দুই সংগঠনই দ্রুত অপরাধীদের গ্রেফতার এবং শাস্তির দাবি জানিয়েছে।
সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর এ ধরনের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ডিআরইউ সভাপতি বলেছেন, “সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনকালে নির্যাতনের শিকার হওয়া কখনোই গ্রহণযোগ্য নয়।” ক্র্যাব সভাপতি আরও বলেন, “এ ধরনের হামলা মুক্ত গণমাধ্যমের প্রতি হুমকি স্বরূপ। আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’