যমুনার পানি বিপদসীমার উপরে: চলছে ভাঙন, ৩শতাধিক ঘর-বাড়ী নদীগর্ভে

ইয়াহিয়া খান, এনায়েতপুর সংবাদদাতা: সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত গতিতে বাড়ছে। সে সঙ্গে নদী তীরবর্তী অঞ্চলগুলোতে শুরু হয়েছে তীব্র ভাঙন। গত এক সপ্তাহের ব্যবধানে শাহজাদপুর উপজেলায় শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। আর গত এক মাসে ৩শতাধিক বসতভিটা গিলে খেয়েছে যমুনা।

এদিকে গত দুদিন ধরে যমুনার পানি আশঙ্কাজনকহারে বেড়ে প্লাবিত হচ্ছে ব্রাহ্মণগ্রাম, আরকান্দি, জালালপুর, হাটপাচিল সহ আরো বেশ কয়েকটি গ্রাম।

খোঁজ নিয়ে জানা যায়, যমুনায় পানি বাড়ার সাথে সাথে শাহজাদপুর উপজেলার জালালপুর এবং কৈজুরী ইউনিয়নে গত এক সপ্তাহ ধরে তীব্র ভাঙন শুরু হয়েছে। ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ড জিওব্যাগ ফেললেও বর্ষা মৌসুমে সেটা কোনো কাজেই আসছে না।

যমুনার পানি বাড়ার কারণে ভাঙনের তীব্রতা আরও বেড়েছে। ভাঙন শুরু হয়েছে। গত তিনদিনের ব্যবধানে এ দুটি ইউনিয়নে অন্তত ৪০-৫০টি বাড়িঘর বিলীন হয়েছে।

জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ বলেন, বছরের পর বছর ধরে এ অঞ্চলে ভাঙন চলে আসছে, মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। ভাঙনরোধে বাঁধ নির্মাণ প্রকল্প দিলেও তিন বছরে ৫০ ভাগ কাজও শেষ হয়নি। ফলে কিছুতেই ভাঙনমুক্ত হচ্ছে না এ অঞ্চলবাসী।

ব্রাহ্মণগ্রামের মিলন সরকার ও জালালপুর গ্রামের তাজু কামরুল বলেন, আমাদের এলাকাবাসী কোনো ত্রাণ চান না। তারা চায় দ্রুত নদী ভাঙনরোধে ব্যবস্থা নেওয়া হোক। পানি উন্নয়ন বোর্ড বর্ষা কালে কাজ শুরু করে। তারা যদি শুষ্ক মৌসুমে কাজ করতো তাহলে এমন পরিস্থিতি আমাদের দেখতে হতো না।

এদিকে পাউবো সূত্র জানায়, ২০২১ সালে যমুনার ভাঙনরোধে শাহজাদপুরের এনায়েতপুর থেকে কৈজুরী পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার নদী তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজ শুরু হয়। ৬৪৭ কোটি টাকার এ প্রকল্পের মেয়াদ শেষ হলেও মাত্র অর্ধেক শেষ হয়েছে। প্রকল্পের মেয়াদ ২০২৫ জুন পর্যন্ত বাড়োনো হয়েছে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন, জালালপুর ও কৈজুরী  ইউনিয়নের হাঁটপাচিল এলাকায় ভাঙন শুরু হয়েছে। কয়েকদিন আগে ভাঙন কমেছিলো পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙনের তীব্রতা বেড়েছে। দুটি এলাকায় তিনদিনে অন্তত ৪৫ থেকে ৫০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন কবলিতদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। তাদের সহযোগিতা করা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে পাকিস্তানের সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। রবিবার তেহরানে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ সমর্থনের কথা

কবরস্থান থেকে কঙ্কাল চুরি: যে লোমহর্ষক বর্ণনা দিলো প্রত্যক্ষদর্শী’

নিজস্ব প্রতিবেদক: তখন আমি ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত শেষে বাইরে বের হই। ভোরের আলো কেবল ফুটছে, আঁধার কিছুটা ছিল। কিছুদিন আগে আমার ভাই মারা

কুষ্টিয়ায় নির্বাচনী প্রচারণায় মাঠে জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এখনও ঘোষণা না হলেও আগাম প্রচারণায় মাঠে নেমেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ইসলামি বক্তা মুফতি

পানির ট্যাংকে লুকিয়েও রেহাই পেলেন না আলোচিত আওয়ামী লীগ নেত্রী

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেত্রী নাজনীন সরওয়ার কাবেরীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে দেবপাহাড় এলাকার

রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় দাসের জামিন প্রশ্নে যে রুল জারি করল হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। চিন্ময় দাসের জামিন আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (৪

তাড়াশে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের গোন্তাবাজার নামক স্থানে ।বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বিএনপি নেতা