নজরুল ইসলাম: সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে জিহাদ (১৫) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরের দিকে যমুনা নদীর ক্রসবার-৩ এলাকায় বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করেছে। জিহাদ পৌর এলাকার হোসেনপুর বাগানবাড়ি মহল্লার জুয়েলের একমাত্র ছেলে এবং সবুজ কানন স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আতাউর রহমান রনি জানান, বন্ধুদের সাথে ফুটবল খেলা শেষে ১বোনজামাই জিহাদসহ ২ বন্ধু গোসলে নেমেছিল । গোসলের এক পর্যায়ে নদীর স্রোতে নিখোঁজ হয় জিহাদ। আশেপাশে খোজাখুজি করে জিহাদকে দেখতে না পেয়ে নদী থেকে উঠা আসা অন্যান্য বন্ধুরা ডাকাডাকি শুরু করে। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে খোজাখুজি করে কোথাও না পাওয়া গেলে অবশেষে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করি। পরবর্তীতে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। সন্ধ্যা সোয়া ৫টা পর্যন্তও তার সন্ধান পাওয়া যায়নি। তবে এ উদ্ধার কার্যক্রম চলবে। এখানে তিনটি ইউনিটের ডুবুরি দল কার্যক্রম চালাচ্ছে। আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করছি। যেন অতি দ্রুত জিহাদকে পাওয়া যায়।
স্থানীয়রা জানান, দুপুরে তার বড় বোনের জামাইকে সাথে নিয়ে গোসলে নেমে নিখোজ হয়। পরিবারের মধ্যে সে ছিল ছোট। খুব আদরের সন্তান জিহাদ। তার নিখোজ হওয়া নিয়ে পরিবারের শোকের ছায়া যেন ধীরে ধীরে ভারী হয়ে উঠছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.