ম্যানোলা হিল সম্পর্কে বিভ্রান্তি দূর করতে সংবাদ সম্মেলন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ম্যানোলা হিল বিষয়ে বিভ্রান্তি দূর করতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রোববার দুপুরে চট্টগ্রামের জামাল খান এলাকার দাওয়াত রেষ্টুরেন্টে এই সংবাদ অনুষ্ঠিত হয়। সম্প্রতি ১৪ নভেম্বর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত বিভ্রান্তিকর সংবাদ সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে স্ট্যান্ডার্ড রোজ ভিলা হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল ফরহাদ, অ্যাডভোকেট মো. ফজলুল বারী এবং আরব প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইলিয়াছ।

মো. নুরুল ইসলাম তার লিখিত বক্তব্যে অভিযোগ করেন যে, ১৪ নভেম্বরের সংবাদে ম্যানোলা হিল/এসিআই হিল নিয়ে ভুল ও মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে।সংবাদটিতে বলা হয় যে, এসিআই হিল বা ম্যানোলা হিল একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবাধীন এবং সম্পত্তি দখল নিয়ে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছে। তিনি জানান, তার প্রতিষ্ঠান “স্ট্যান্ডার্ড রোজ ভিলা হাউজিং লিমিটেড” এই সম্পত্তির বৈধ মালিক এবং তারা সঠিক প্রক্রিয়ায় সম্পত্তি ক্রয় করেছেন।

তিনি আরো বলেন, সংবাদে একটি নির্দিষ্ট গোষ্ঠীর নামে মিথ্যা অভিযোগ করা হয়, যা উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। সংবাদের আগে তার প্রতিষ্ঠান বা অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের কোনো বক্তব্য নেওয়া হয়নি, যা সাংবাদিকতার নীতিমালা লঙ্ঘন করেছে। তিনি উল্লেখ করেন, সংবাদটিতে তুলে ধরা তথ্যগুলো একপাক্ষিক এবং এতে প্রতিষ্ঠানটি বিভ্রান্তির শিকার হয়েছে।

সম্পত্তির প্রকৃত ইতিহাস সম্পর্কে মো. নুরুল ইসলাম জানান, এসিআই হিল সম্পত্তিটি আগে পাকিস্তানি প্রতিষ্ঠান আইসিআই-এর অধীনে ছিল, যা স্বাধীনতার পর আইসিআই লিমিটেড বাংলাদেশ নামে পরিচিতি পায়। পরবর্তীতে এর নামকরণ হয় এসিআই ট্রেডিং লিমিটেড। ২০১১ সালে স্ট্যান্ডার্ড রোজ ভিলা হাউজিং লিমিটেড ৩০ কোটি টাকায় এই সম্পত্তি ক্রয় করে এবং বৈধভাবে তাদের দখল ও মালিকানা স্থাপন করে। তিনি বলেন, সম্পত্তির সঙ্গে সংযুক্ত দোকানগুলোর ভাড়া এবং অন্যান্য দায়িত্বগুলো তাদের প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালনা করে আসছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিগত কয়েক বছরে সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা এসিআই হিল দখল করার চেষ্টা করেছে। মো. নুরুল ইসলাম উল্লেখ করেন, সৈয়দ জিয়াদ রহমান এবং তার সহযোগীরা সম্পত্তি দখল করতে একাধিকবার হুমকি ও চাঁদা দাবি করেছেন। তাদের সহিংস কর্মকাণ্ডে প্রতিষ্ঠানটির বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায় তারা বেশ কয়েকবার সন্ত্রাসী হামলা থেকে রক্ষা পান।

তিনি বলেন, ৫ আগস্ট ২০২৪ তারিখে অস্ত্রধারী সন্ত্রাসীরা এসিআই হিলে হামলা চালায় এবং বিপুল ক্ষয়ক্ষতি করে। পরবর্তীতে স্থানটি রক্ষার জন্য ২৪ জন সশস্ত্র আনসার নিয়োগ করা হয়, যা এখনও বৈধভাবে প্রতিষ্ঠানের দখলে রয়েছে।

নুরুল ইসলাম গণমাধ্যমের কাছে সঠিক তথ্য প্রচারের আহ্বান জানান এবং স্থানীয় প্রশাসনের কাছে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তিনি বলেন, এসিআই হিলের প্রকৃত মালিকানা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে, যা প্রতিষ্ঠানের সম্মানহানিকর এবং বৈধ মালিকানার ক্ষেত্রে সমস্যা তৈরি করছে।

সংবাদ সম্মেলনে বক্তব্যে তিনি স্থানীয় দোকানদারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের সহযোগিতা চান এবং বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজশাহীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

তানজিলা আক্তার রাজশাহী, প্রতিনিধি: রাজশাহী, ১৭ এপ্রিল ২০২৪ রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকালে মহানগরীর

সুদান : কুকুর লাশ খাচ্ছে, এই দৃশ্যের চেয়ে বাড়ির ভেতর কবর ভালো

সুদানে সামরিক ও আধা-সামরিক বাহিনীর সংঘাত থামছেই না। দেশটির রাজধানী খার্তুমের দখল নিয়ে চলা লড়াইয়ের কারণে শহরের বাসিন্দারা এমন এক সমস্যার মধ্যে পড়েছেন যা তারা

সিরাজগঞ্জে ৪৯৯ মণ্ডপে হচ্ছে দুর্গাপূজা রং তুলির আঁচড়ে সাজিয়ে তুলেছেন দেবীকে

সেলিম রেজা সিরাজগঞ্জ: আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে রং-তুলরি অপরূপ সৌন্দর্যের আঁচড়ে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের কারিগররা। সনাতন ধর্মালম্বীদের সব চেয়ে বড় উৎসব

তাড়াশে ট্রিপল মার্ডার মামলার মূল হোতা আপন ভাগ্নে রাজীবের দায় স্বীকারোক্তি

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদরের বারোয়ারি বটতলা মহল্লার নিজ বাড়িতে মামা,মামী ও মামাতো বোনকে কুপিয়ে ও জবাই করে খুন করার ঘটনায় জড়িত

সিরাজগঞ্জে ট্যাংকলরি-গরুবাহী নছিমনের সংঘর্ষে নিহত ১,আহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছি বাসস্ট্যান্ডের কাছে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে ট্যাংকলরি ও গরুবাহী নছিমনের সংঘর্ষে ইউসুফ আলী (৩২) নামের নছিমনচালক নিহত ও ২জন

হাসিনার কাঁধে বন্দুক রেখে নিজেদের কথাই বলিয়ে নিতে চাইছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন। গঠিত হয় অন্তর্বর্তী সরকার।