ম্যানোলা হিল সম্পর্কে বিভ্রান্তি দূর করতে সংবাদ সম্মেলন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ম্যানোলা হিল বিষয়ে বিভ্রান্তি দূর করতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রোববার দুপুরে চট্টগ্রামের জামাল খান এলাকার দাওয়াত রেষ্টুরেন্টে এই সংবাদ অনুষ্ঠিত হয়। সম্প্রতি ১৪ নভেম্বর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত বিভ্রান্তিকর সংবাদ সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে স্ট্যান্ডার্ড রোজ ভিলা হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল ফরহাদ, অ্যাডভোকেট মো. ফজলুল বারী এবং আরব প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইলিয়াছ।

মো. নুরুল ইসলাম তার লিখিত বক্তব্যে অভিযোগ করেন যে, ১৪ নভেম্বরের সংবাদে ম্যানোলা হিল/এসিআই হিল নিয়ে ভুল ও মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে।সংবাদটিতে বলা হয় যে, এসিআই হিল বা ম্যানোলা হিল একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবাধীন এবং সম্পত্তি দখল নিয়ে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছে। তিনি জানান, তার প্রতিষ্ঠান “স্ট্যান্ডার্ড রোজ ভিলা হাউজিং লিমিটেড” এই সম্পত্তির বৈধ মালিক এবং তারা সঠিক প্রক্রিয়ায় সম্পত্তি ক্রয় করেছেন।

তিনি আরো বলেন, সংবাদে একটি নির্দিষ্ট গোষ্ঠীর নামে মিথ্যা অভিযোগ করা হয়, যা উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। সংবাদের আগে তার প্রতিষ্ঠান বা অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের কোনো বক্তব্য নেওয়া হয়নি, যা সাংবাদিকতার নীতিমালা লঙ্ঘন করেছে। তিনি উল্লেখ করেন, সংবাদটিতে তুলে ধরা তথ্যগুলো একপাক্ষিক এবং এতে প্রতিষ্ঠানটি বিভ্রান্তির শিকার হয়েছে।

সম্পত্তির প্রকৃত ইতিহাস সম্পর্কে মো. নুরুল ইসলাম জানান, এসিআই হিল সম্পত্তিটি আগে পাকিস্তানি প্রতিষ্ঠান আইসিআই-এর অধীনে ছিল, যা স্বাধীনতার পর আইসিআই লিমিটেড বাংলাদেশ নামে পরিচিতি পায়। পরবর্তীতে এর নামকরণ হয় এসিআই ট্রেডিং লিমিটেড। ২০১১ সালে স্ট্যান্ডার্ড রোজ ভিলা হাউজিং লিমিটেড ৩০ কোটি টাকায় এই সম্পত্তি ক্রয় করে এবং বৈধভাবে তাদের দখল ও মালিকানা স্থাপন করে। তিনি বলেন, সম্পত্তির সঙ্গে সংযুক্ত দোকানগুলোর ভাড়া এবং অন্যান্য দায়িত্বগুলো তাদের প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালনা করে আসছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিগত কয়েক বছরে সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা এসিআই হিল দখল করার চেষ্টা করেছে। মো. নুরুল ইসলাম উল্লেখ করেন, সৈয়দ জিয়াদ রহমান এবং তার সহযোগীরা সম্পত্তি দখল করতে একাধিকবার হুমকি ও চাঁদা দাবি করেছেন। তাদের সহিংস কর্মকাণ্ডে প্রতিষ্ঠানটির বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায় তারা বেশ কয়েকবার সন্ত্রাসী হামলা থেকে রক্ষা পান।

তিনি বলেন, ৫ আগস্ট ২০২৪ তারিখে অস্ত্রধারী সন্ত্রাসীরা এসিআই হিলে হামলা চালায় এবং বিপুল ক্ষয়ক্ষতি করে। পরবর্তীতে স্থানটি রক্ষার জন্য ২৪ জন সশস্ত্র আনসার নিয়োগ করা হয়, যা এখনও বৈধভাবে প্রতিষ্ঠানের দখলে রয়েছে।

নুরুল ইসলাম গণমাধ্যমের কাছে সঠিক তথ্য প্রচারের আহ্বান জানান এবং স্থানীয় প্রশাসনের কাছে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তিনি বলেন, এসিআই হিলের প্রকৃত মালিকানা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে, যা প্রতিষ্ঠানের সম্মানহানিকর এবং বৈধ মালিকানার ক্ষেত্রে সমস্যা তৈরি করছে।

সংবাদ সম্মেলনে বক্তব্যে তিনি স্থানীয় দোকানদারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের সহযোগিতা চান এবং বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দুর্গাপূজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের সাথে বৈলছড়ি বিএনপির মতবিনিময় 

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ও সনাতনী সম্প্রদায়ের সাথে বৈলছড়ি ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী

ভারতে ফেরিতে নৌবাহিনীর স্পিডবোটের ধাক্কা,নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাইয়ে ফেরির সঙ্গে দেশটির নৌবাহিনীর একটি স্পিডবোটের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। বুধবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে

৩০০ আসনের জন্য সম্ভাব্য প্রার্থী তালিকা প্রস্তুত করেছে জামায়াত

অনলাইন ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী। শুধু তাই নয়, দলটি ৩০০ আসনে প্রার্থীও ঠিক করে রাখছে বলে জানা গেছে। মাঠপর্যায়ে

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩২৩

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন

২০২৪ সালে দেশে রেকর্ড ২৯১৯টি ভুল তথ্য ছড়িয়েছে: রিউমর স্ক্যানার

অনলাইন ডেস্ক: ২০২৪ সালে দেশে রেকর্ড ২ হাজার ৯১৯টি ভুল তথ্য ছড়িয়েছে বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। বুধবার নিজেদের ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রতিবেদন

সিরাজগঞ্জ সদর উপজেলায় ডেঙ্গু বিষয়ে করণীয় ও জনসচেতনতা মূলক র‌্যালী অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলায় ডেঙ্গু বিষয়ে করণীয় ও জনসচেতনতা মূলক র‌্যালী অনুষ্ঠিত, উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে সদস্য সিরাজগঞ্জের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ,ডেঙ্গু বিষয়ে করণীয় ও