ম্যাটস শিক্ষার্থীরা এসএসসি পাস করে আবার স্কুলে ভর্তি হতে চান না

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে চার দফা বাস্তবায়নের দাবিতে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিডিএমএ), ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্রোক্টিশনার অ্যাসোসিয়েশন (বিডিএমপিপিএ) এবং ম্যাটস শিক্ষার্থী পরিষদের যৌথ উদ্যোগ রবিবার (৯ মার্চ) টাঙ্গাইল প্রেসক্লাব মিলায়তনে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, টাঙ্গাইল ডিপ্লোমা অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ডা. আব্দুল বাতেন।

সংবাদ সম্মেলনে আক্ষেপ করে বলা হয়- এসএসসি পাস করে মেডিকেল ডিপ্লোমা শিক্ষার্থীরা চার বছর মেয়াদী মেডিকেল অ্যাসিস্ট্যাট ট্রেনিং স্কুল (ম্যাটস) ভর্তি হন। এক্ষেত্রে স্কুল পাস করার পর আবারও স্কুলে ভর্তি হতে হয়। যদিও স্কুল পাস করে সাধারণত কলেজে ভর্তি হতে হয়। দেশের ১৬টি সরকারি ও ২০০টি বেসরকারি ম্যাটসের বিপুল সংখ্যক শিক্ষার্থীই স্কুল পাস করে আবার স্কুল নামক প্রতিষ্ঠানে ভর্তি হতে বাধ্য হয়।

লিখিত বক্তব্যে টাঙ্গাইল ডিপ্লোমা অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ডা. আব্দুল বাতেন বলেন, শিক্ষা পরিসংখ্যান ২০২২ এবং বিএমডিসি এর সর্বশেষ তথ্যমতে দেশে বর্তমান ডিপ্লোমা শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬০ হাজার এবং বিএমডিসি নিবন্ধিত ডিএমএফ এর সংখ্যা ৩০ হাজার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী ৫৫ হাজার ডিপ্লোমা চিকিৎসক (ডিএমএফ) উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলা সদর হাসপাতালগুলোতে কর্মরত আছেন।

তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরও ম্যাটস্ শিক্ষার্থীরা বিভিন্নভাবে জুলুম ও বৈষম্যর স্বীকার হচ্ছেন। বিভিন্ন জায়গায় শূন্যপদ থাকার পরেও একযুগের বেশি সময় ধরে নিয়োগ বন্ধ রয়েছে (এরমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের প্রায় দুই হাজার পদ এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এক হাজার শূণ্যপদ)। ফলে একদিকে প্রান্তিক জনগোষ্ঠী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে ম্যাটস্ থেকে পাস করা ছাত্ররা দিন দিন বেকার হচ্ছে।

চারদফা দাবিগুলো হচ্ছে- অনতিবিলম্বে শূণ্যপদে নিয়োগ এবং কমিউনিটি ক্লিনিক সহ সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন পদ সৃষ্টি করা, প্রতিষ্ঠান ও কোর্সের নামে পরিবর্তন কর অসংগতিপূর্ণ কোর্সের কারিকুলাম সংশোধন করে ইন্টার্নশিপ লগবুক প্রণয়ন করা, বিএম অ্যান্ড ডিস স্বীকৃতি ক্লিনিকাল বিষয়ে উচ্চ শিক্ষার অধিকার প্রদান করা এবং প্রস্তাবিত অ্যালাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসরা আইনের নামে পরিবর্তন কর ‘মেডিকেল এডুকেশন বোর্ড’ নামকরণ সহ প্রস্তাবিত ধারায় সংশোধনী বাস্তবায়ন করা।

সংবাদ সম্মেলনে বিডিএম’র টাঙ্গাইল শাখার উপদেষ্টা ডা. দেলোয়ার হোসেন, প্রাক্তন সভাপতি ডা. সিআর দাস, বিডিএম’র কেন্দ্রীয় কমটির সহ-সভাপতি ডা. আশরাফুজ্জামান, ডা. মোতালেব হোসেন, ডা. শিপলু, ডা. সোহেল রানা ও ছাত্র প্রতিনিধি সৈকত জাহান আকাশ সহ জেলার বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চার দিক থেকে ধাক্কা, অচল রোহিঙ্গা প্রত্যাবাসন

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা প্রত্যাবাসন এখনো বন্ধ্যাই রয়ে গেছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত, আন্তর্জাতিক আগ্রহের শৈথিল্য, বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণ এবং কূটনৈতিক প্রচেষ্টার দুর্বলতায় বছর বছর নানা

তরুণ প্রজন্মই সব বৈষম্য দূর করে পরিবর্তন আনতে পারে: মির্জা ফখরুল

মুন্সীগঞ্জ প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্মই পারে সব বৈষম্য দূর করে সকল স্তরে দেশের বৈপ্লবিক পরিবর্তন আনতে। সমাজের সব অসংগতি

রওশন এরশাদের বাসভবন ‘সুন্দর মহল’কে ‘দালাল মহল’ ঘোষণার দাবিতে ভাঙচুর

ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় নেত্রী ও ময়মনসিংহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য রওশন এরশাদের ‘সুন্দর মহল’ নামের বাসভবন ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ

যুবকের অশালীন ভিডিও ধারণ করে মুক্তিপণ দাবি, নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরে এক যুবকের অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে পরিবারের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করায় ফারজানা আক্তার সাথী (৩০) নামে অপহরণকারী

গুজব নিয়ে মুখ খুললেন উপদেষ্টা আসিফ

ঠিকানা টিভি ডট প্রেস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদ ছেড়েছেন বলে মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে গুজব ছড়িয়ে পড়ে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম

ফেসবুকের কমেন্টে ‘সবাইকে ঐক্যবদ্ধ হতে’ বললেন ঢাবির আওয়ামীপন্থী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)। আওয়ামীপন্থী এক কর্মকর্তার ফেসবুকের একটি কমেন্টকে কেন্দ্র করে চলছে আলোচনা-সমালোচনা। সেখানে তিনি লিখেছেন, “ওরা তো পারলে দেশের নামই বদলিয়ে ফেলে।