নিজস্ব প্রতিবেদক: সিলেটের কোম্পানীগঞ্জে মোবাইল চার্জ দেওয়াকে কেন্দ্র করে তিন গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার (১৪ ডিসেম্বর)। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত থানা বাজার এলাকায় এই সংঘর্ষ হয়, যা কয়েকটি দফায় চলতে থাকে। সংঘর্ষের সময় দোকানে ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, মোবাইল চার্জ দেওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে তর্কবিতর্ক শুরু হলে তা তিনটি পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এ ঘটনায় কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, এবং বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.