মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ৪২ হাজার টাকার জাল নোটসহ আমিরুল ইসলাম খোকন (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১২ এর সদস্যরা। তিনি গাংনী পৌর এলাকার শিশিরপাড়া গ্রামের নিজামুদ্দীনের ছেলে।
শনিবার (৬ সেপ্টেম্বর) মধ্যরাতে ভাটপাড়া আবাসন এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১২ এর গাংনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খোকনের বাড়ি থেকে ১ হাজার টাকা মূল্যমানের ৪২টি জাল নোট উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে জাল নোট ব্যবসার সঙ্গে জড়িত।
তিনি আরও জানান, আটক আমিরুল ইসলাম খোকনের বিরুদ্ধে জাল মুদ্রা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে গাংনী থানায় হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.