মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া বাজারে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও লাইসেন্সবিহীন গ্যাস বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীর মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার (১১ আগস্ট ২০২৫) মেহেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এ অভিযান পরিচালনা করেন। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রিয়াজ মাহমুদ ও জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম সহযোগিতা করেন।
মোহাম্মদ মামুনুল হাসান জানান, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কুলবাড়িয়া বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানী গ্যাস, সার ও কীটনাশক তদারকি করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৩৭ ও ৫২ অনুযায়ী জরিমানা করা হয়।
পণ্যে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে না থাকার কারণে বুলবুল মিষ্টান্ন ও ফল ভাণ্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লাইসেন্সবিহীন গ্যাস ব্যবসা ও তথ্য না থাকার কারণে মেসার্স নিপা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা এবং শুধুমাত্র লাইসেন্সবিহীন গ্যাস ব্যবসার দায়ে মেসার্স হক ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্টদের আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.