মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে পদ্মফুল তুলতে গিয়ে একই পরিবারের চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার মসুরিভাজা বিল এলাকায় এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহতরা হলো—রাজনগর মল্লিকপাড়ার সামাদুলের দুই মেয়ে ফাতেমা (১৪) ও আফিয়া (১০), শাহারুল ইসলামের মেয়ে আলসিয়া (১০) এবং ইসাদুলের মেয়ে মিম (১৪)। সবাই একই পরিবারের সদস্য ও স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চার শিশু একসঙ্গে মসুরিভাজা বিলে পদ্মফুল তুলতে যায়। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজ শুরু করেন। কিছুক্ষণ পর বিলের পাড়ে তাদের স্যান্ডেল পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে পানিতে ভাসমান অবস্থায় একে একে চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
একই পরিবারের চার শিশুর অকাল মৃত্যুতে গোটা রাজনগর গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পুরো গ্রামজুড়ে চলছে কান্না ও আহাজারি।,
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.