নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের মাধবপুরে ছাবু মিয়া (৬৫) নামের এক বৃদ্ধকে জিম্মির পর মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (১ সেপ্টেম্বর) রাতে নরসিংদীর রেল কলোনির একটি কক্ষ থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. হোসাইন (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ঘুমড়াগুল গ্রামের তাহের আলীর ছেলে মো. হোসাইন দীর্ঘ কয়েক মাস ধরে ছাবু মিয়ার সঙ্গে মোবাইল ফোনে মেয়ে কণ্ঠে কথা বলতেন। এক পর্যায়ে কথা বলার সময় তাকে (ছাবু মিয়া) বাবা সম্বোধন করেন। ফোনে আবেগতাড়িত হয়ে কথা বলার নাটক করে তাকে দেখতে চাওয়ার ইচ্ছা পোষণ করেন। বিকাশে ছাবু মিয়াকে ৮০০ টাকা পাঠিয়ে নরসিংদীতে যাওয়ার কথা বলা হয়। ছাবু মিয়া গত ৩১ আগস্ট মেয়ে ছদ্মবেশী হোসাইনের কথামতো নরসিংদীতে যায়। সেখানে গিয়ে হোসাইনের প্রতারণার বিষয়টি ধরা পড়ে। ছাবু মিয়াকে একটি অন্ধকার ঘরে আটকে রেখে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে তার পরিবারের কাছে ফোন দিয়ে মোটা অঙ্কের টাকা মুক্তিপণ দাবি করেন।
স্থানীয় ইউপি সদস্য ফরিদ জানান, এ ঘটনা ছাবু মিয়ার পরিবার তাকে জানালে তিনি বিষয়টি মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনকে অবগত করেন। পরে মনতলা পুলিশ ফাঁড়ির এসআই আশিশ চন্দ্র তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে নরসিংদীর থানা-পুলিশের সহযোগিতায় নরসিংদীর রেল কলোনির একটি কক্ষ থেকে ছাবু মিয়াকে উদ্ধার করেন।
ওসি আব্দুল্লাহ আল মামুন আরও জানান, এ ঘটনায় ছাবু মিয়া বাদী হয়ে মাধবপুর থানায় মামলা করেছেন। মামলায় মো. হোসাইনকে গ্রেপ্তার দেখিয়ে হবিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.